সঙ্গীতজ্ঞ ও প্রখ্যাত সেতারবাদক – পন্ডিত রবি শঙ্কর - মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

পণ্ডিত রবি শঙ্কর, জন্ম গ্রহণ করেন, ৭ এপ্রিল, ১৯২০ খ্রিষ্টাব্দে। তাঁর জন্ম হয় ভারতের বারাণসীতে। তিনি এই যুগের একজন বিখ্যাত সেতার বাদক এবং সুরকার ছিলেন। মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অমর শিল্পী আচার্য আলাউদ্দীন খান সাহেবের কাছে সেতারের দীক্ষা গ্রহণ করেন। পাশ্চাত্য শ্রোতাদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একটি সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য রেখে গেছেন যা পূর্ব ও পশ্চিমা ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে।

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানাবো সঙ্গীতজ্ঞ ও প্রখ্যাত সেতারবাদক – পন্ডিত রবি শঙ্করের প্রসঙ্গে কিছু কথা।