চিরস্মরণীয় নেতাজি - মহৎ জীবন

ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ভারত মায়ের অনেক সন্তানের অবদান মহান। তাঁদের মধ্যে চিরস্মরণীয় রয়ে গেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।

নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম গ্রহণ করেন ২৩শে জানুয়ারি, ১৮৯৭ খ্রিষ্টাব্দে কটক, ওড়িশাতে। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তী, যিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে দ্রুত ও পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন এবং এর জন্য 'আজাদ হিন্দ ফৌজ' গঠন করেন। অসীম সাহস, দেশপ্রেম ও দৃঢ় সংকল্পের জন্য তিনি বিদেশেও সম্মান পেয়েছেন। তাঁর জীবন ছিল নির্ভীক নেতৃত্ব, যা আজও অনুপ্রেরণা জোগায়

এই মহৎ জীবন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাই চিরস্মরণীয় নেতাজি সুভাষ চন্দ্র বসুকে।