ভারতবর্ষের লৌহ মানব – সর্দার বল্লভ ভাই প্যাটেল - মহৎ জীবন
আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি।
বল্লভ ভাই প্যাটেল ছিলেন একজন পন্ডিত এবং ভারতের জাতীয়তাবাদী নেতা। তিনি একজন ব্যারিস্টার ছিলেন। গান্ধীজি’র আদর্শে প্রভাবিত হয়ে তিনি দেশ স্বাধীনের পথে পা বাড়িয়েছিলেন। তাঁকে ভারতবর্ষের লৌহ মানব বলা হয়। তিনি সর্দার প্যাটেল নামেই পরিচিত। তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন।
আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো বল্লভ ভাই প্যাটেল মহাশয় প্রসঙ্গে কিছু কথা।