মহিলা ক্রিকেটার – জেমিমা রড্রিগস - মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

জেমিমা রড্রিগস হচ্ছেন পঁচিশ বছর বয়সী ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড়। জেমিমা তাঁর চার বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন তাঁর বাবার কাছে। জেমিমার তেরো বছর বয়সে অনুধ্র্ব ১৯ বিভাগের অভিষেক দলের হয়ে অভিষেক করেছিলেন। ২০২৫ এর নভেম্বরের আই সি সি মহিলা ক্রিকেট বিশ্ব কাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৯ রান তাড়া করে ভারতীয় দলের হয়ে ১২৭ রান করেন এবং অপরাজিত থাকেন। জেমিমা রড্রিগেসের দুর্দান্ত মারমুখী ব্যাটিং ভারতের জন্য সহজ জয় নিয়ে আসে যা পরবর্তীতে ভারতের মহিলা বিশ্ব কাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করে দেয়। তিনি প্লেয়ার অফ দা ম্যাচ পুরষ্কারও পান।

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো জেমিমা রড্রিগসের প্রসঙ্গে কিছু কথা।