এই সফরের মূল প্রতিপাদ্য হচ্ছে যত্নের সংস্কৃতি বিকাশে আশা জাগানো। আমি বাংলাদেশে এসে সত্যিই আনন্দিত, আমি দেখতে পাচ্ছি কীভাবে মানুষ আশা ভাগাভাগি করে এবং বৃহত্তর আশার দিকে এগিয়ে যায়।
জুবিলী আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও মণ্ডলীর দিকে ফিরে তাকানোর অনুপ্রেরণা যোগায়। আমরা ঈশ্বরের নিকট থেকে বিভিন্ন অনুগ্রহ লাভ করি; আর জুবিলীর সময়ে সে অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।