রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টার

খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টার

গত থেকে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টার, বাংলাদেশ (এমই) ৭ম সপ্তাহান্ত।

রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আঠারো জোড়া দম্পত্তি এতে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটি ফাদার বাপ্পি ক্রুশ এবং দুইজোড়া দম্পত্তি ফ্লোরেন্স-মার্কাস এবং আলো-বৈদ্যনাথ পরিচালনা করেন।

রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টারের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা বলেন, “বর্তমান সময়ে দম্পত্তিরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে আছেন। দম্পত্তিদের সম্পর্কের ভাঙ্গণ এখন খুবই সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর ফল সন্তানরা ভোগ করছে। তবে দম্পত্তিদের এই সম্পর্কের ভাঙ্গণের পিছনে খুবই সাধারণ কারণ খুঁজে পাওয়া যায়।

ফ্লোরেন্স-মার্কাস দম্পত্তি প্রশিক্ষণে বলেন, “দম্পত্তির মধ্যেকার ভালবাসা হচ্ছে স্বর্গীয় আনন্দের মতো। আর এই আনন্দ শুধুমাত্র দম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তা পরিবার সমাজেও প্রসারিত হয়। তাই স্বামী-স্ত্রী একে অপরকে সন্মানের চোখে দেখা উচিত।

অংশগ্রহণকারী পিতর হাঁসদা মিলি সরেন বলেন, “দম্পত্তিদের এই ধরণের সেমিনারে আমরা প্রথম এসেছি। আর এখান থেকে যে শিক্ষা পেয়েছি তা কখনো ভেবে দেখিনি। তবে যা শিখেছি তা নিজেরা পালন করার পাশাপাশি অন্য দম্পত্তিদেরকেও শিক্ষা দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।” -  বরেন্দ্রদূত