ভূতাহারা শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীর বিজলী গ্রামে হস্তার্পণ সংস্কার প্রদান

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীর বিজলী গ্রামে অনুষ্ঠিত হয়েছে হস্তার্পণ সংস্কার প্রদান

গত নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ভূতাহারা শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীর বিজলী গ্রামে অনুষ্ঠিত হয়েছে হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান।

এই হস্তার্পণ সংস্কার প্রদান করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও সাথে ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা, ফাদার মিন্টু যোহন রায়, ফাদার বাপ্পী ক্রুশ প্রায় চারশত খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন আধ্যাত্নিক প্রস্তুতির পর ভূতাহারা ধর্মপল্লীর আটটি গ্রামের ১৬২জন প্রার্থীকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস রোজারিও বলেন, “অংশগ্রহণকারী মণ্ডলী হয়ে আমরা যেন সক্রিয়ভাবে উপাসনা মণ্ডলী গঠনের কাজ জোরদার করি।

এছাড়াও তিনি প্রার্থীদের শয়তানের বিরুদ্ধে যুদ্ধে পবিত্র আত্মার সহায়তা যাচনা প্রার্থনার উপর জোর দিতে বলেন।

আজকে যারা হস্তাপর্ণ সংস্কার গ্রহণ করবে তোমরা প্রত্যেকে পবিত্র আত্মাকে লাভ করে খ্রিস্টের শিষ্য হয়ে উঠবে এবং তোমাদের জীবন দিয়ে তোমরা যিশুকে প্রচার করবে,” বলেন বিশপ রোজারিও।

খ্রিস্টযাগের শেষে  বিশপ মহোদয়কে শুভেচ্ছা জানানো হয় এবং সাঁন্তালী রীতি অনুযায়ী দান সামাং (উপহার) প্রদান করা হয়।- ফাদার যোহন মিন্টু রায়