বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষা-সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
গত ৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষা-সাহিত্য, বিজ্ঞানমেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শুরুতে মাধ্যমিক শাখার সম্মানিত শিক্ষক শিবদাস স্যানাল স্যার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়অ যিনি সুদীর্ঘ ৩৬টি বছর অত্র প্রতিষ্ঠানে নিরলস শ্রম দিয়ে হাজারো শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ফাদার দীলিপ এস. কস্তা, সভাপতি, গভর্ণিং বডি, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
স্মৃতিচারণ করতে গিয়ে শিবদাস স্যানাল স্যার বলেন, “এই প্রতিষ্ঠান সব দিক দিয়ে অত্র এলাকার এমন একটি স্থানে নিজেকে অধিষ্ঠিত করেছে যে সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের আর কখনোই কোথায় আটকাবে না। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে প্রতিনিয়ত।”
তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমার শেষ ব্যাচ। তোমরা প্রতিজ্ঞা করো যে তোমরা মানুষের মত মানুষ হয়ে উঠবে। যেন যে কোনো জায়গায় গেলে মানুষ তোমাদের আদর্শ জোসেফাইট হিসেবে চিনতে পারে।”
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আসমা শাহীন মহোদয়। একই সাথে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব জান্নাত আরা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
অন্যদিকে আরো উপস্থিত ছিলেন জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার (বড়াইগ্রাম), ফাদার দীলিপ এস কস্তা, সভাপতি গভর্নিং বডি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন, আইসিটি, কৃষি, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে নিজেদের উদ্ভাবনি শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রোজেক্ট উপস্থাপন করেন।
এরপর পুরস্কারবিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রথমদিনের মাধ্যমিক শাখার বিজ্ঞানমেলা সমাপ্ত হয়।
অনুষ্ঠানের ২য় দিনে কলেজ এবং প্রাথমিক শাখার শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার দীলিপ এস কস্তা, সভাপতি, গভর্নিং বডি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি), মি. বেনেডিক্ট গমেজ, সহকারী প্রধান শিক্ষক, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, সিস্টার জয়া এসএমআরএ, ইনচার্জ (প্রাথমিক শাখা), জনাব গৌর কুমার ঘোষ, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিজ্ঞানমেলায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পঠিত বিষয়ভিত্তিক জ্ঞানকে বাস্তবিকভাবে উপস্থাপনের সুযোগ লাভ করে। প্রথম দিনের মত ২য় দিনেও শিক্ষার্থীদের মধ্যে স্বতস্ফুর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। তাদের মধ্যে অনেকেই সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে এধরণের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে।
পরিশেষে পুরুস্কার বিতরণীর মাধ্যমে দুইদিন ব্যাপি আয়োজিত বিজ্ঞানমেলার সমাপ্তি ষোঘণা করা হয়। - অ্যান্থনি সজীব কুলেন্তনু