পোপ ফ্রান্সিস: অন্যদের সাহায্য করা হল আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজ

পোপ ফ্রান্সিস বলেন যে ধর্মতাত্ত্বিক গুণ ঈশ্বরের কাছ থেকে আসে এবং ঈশ্বরের দিকে পরিচালিত হয়, এবং আমাদের ঈশ্বরকে ভালবাসতে সক্ষম করে... এবং আমাদের প্রতিবেশীদেরকেও ভালবাসতে সাহায্য করে ঠিক যেমন ঈশ্বর আমাদের ভালবাসেন।"

তিনি সাধু পলের পত্রের উল্লেখ করে বলেন “বিশ্বাস, আশা এবং প্রেম এই তিনটির মধ্যে সবচেয়ে বড় হলো ভালোবাসা।"

পুণ্য পিতা আরও বলেন অন্যকে সাহায্য করা বলতে শুধুমাত্র আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারকেই ভালোবাসা বোঝায় না বরং তার ঊর্ধ্বে গিয়ে ভালবাসতে হবে যা, সহজ কাজ না হলেও এই ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে, যা পবিত্র আত্মারই  এক দান

তিনি বলেন, খ্রীষ্ট প্রেম আমাদের প্রেমময় হয়ে উঠতে সাহায্য করে একে অন্যের প্রতি ক্ষমাশীল হয়ে উঠতে সাহায্য করে যারা অভিশাপ দেয় তাদের দিকে আশীর্বাদের হাত এগিয়ে দিতে সাহায্য করে

তিনি বলেন মনে রেখো আমাদের এই ভালোবাসার ভিত্তিতেই আমাদের বিচার করা হবেযীশুর কথাগুলি উদ্ধৃত করে বলেন, "আমি যেমন তোমাদের ভালবেসেছি, তোমরাও ঠিক একইভাবে পরস্পর কে ভালবাসবে