পোপ ফ্রান্সিস তাইওয়ানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।
গত বুধবার তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন পুন্য পিতা পোপ ফ্রান্সিস ।
কার্ডিনাল সেক্রেটারি অফ স্টেট পিয়েত্রো প্যারোলিন স্বাক্ষরিত একটি বার্তায় এবং তাইওয়ানের চীনা আঞ্চলিক বিশপস সম্মেলনের সভাপতি বিশপ জন ব্যাপটিস্ট লি কেহ-মেনকে পাঠানো বার্তায় পোপ বৃহস্পতিবার জাতির কাছে তার সহানুভুতি প্রকাশ করেছেন ।
বুধবার ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত নয়জন মারা যান এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হন।অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। বিবিসি সংবাদ অনুযায়ী উদ্ধারকারীরা মোট ৬০০ জনকে উদ্ধার করতে সচেষ্ট হয়েছেন তবে বেশ কয়েক জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
পোপ ফ্রান্সিস ", আহত নিহত এবং বাস্তুচ্যুত সকলের জন্য, সেইসাথে পুনরুদ্ধারের প্রচেষ্টায় নিয়োজিত জরুরী কর্মীদের জন্য" প্রার্থনা করেছেন।