পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে রোমের দরিদ্রদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন

“বিশ্ব দরিদ্র দিবস” উপলক্ষ্যে পুন্যপিতা পোপ ফ্রান্সিস ভাটিকানের রোমের ৬ষ্ঠ পল  অডিয়েন্স হলে ভাটিকানের রোমে অবস্থিত ১৩০০ ( এক হাজার তিনশত) জন দরিদ্রদের  জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।

উল্লেখ্য এবারে বিশ্ব দরিদ্র দিবসের মুলভাব হলো “ দরিদ্রদের প্রার্থনা ঈশ্বর শ্রবণ করেন”। উক্ত এই মধ্যাহ্নভোজের আয়োজনে এবং উদ্যোগ গ্রহণে  যারা সাহায্য করেছেন বিশেষভাবে সকল ধর্মপ্রদেশ এবং ধর্মপল্লী গুলোকে  তিনি  আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।কারন তারা সুবিধা বঞ্চিতদের জন্য দরদবোধ দিয়ে এই উদ্যোগ গ্রহল করেছেন। এই মধ্যাহ্নভোজে ৩৪০ জন সেচ্ছাসেবক সক্রিয়ভাবে সেবা দান করেছেন।   

গত ১৭ নভেম্বর এই মধ্যানহ্নভোজ শুরু হওয়ার পূর্বের সান্ধ্যকালীন প্রার্থনার সময়ে পুন্যপিতা পোপ ফ্রান্সিস এই দরিদ্র দিবসকে লক্ষ্য করে এবং এই বছরের মুলভাব “ দরিদ্রদের প্রার্থনা ঈশ্বর শ্রবণ করেন” এই প্রসঙ্গে তিনি বলেন “ আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করতে পারি যে “আমি কি দরিদ্রদের সাহায্য করতে পারি ? বা আমি যখন দান করি তখন কি দরিদ্রদের হাত স্পর্শ করি? বা তাদের চোখের দিকে আমি কি কখনও ভালোবাসার দৃষ্টিতে  তাকাই? তাই এসো আমরা যেন ভুলে না যাই যে গরীবরা আমাদেরই ভাইবোন।

উক্ত এই মধ্যাহ্নভোজের আয়োজক কার্ডিনাল কনরড ক্রাজেউস্কি, প্যাপাল অ্যালমোনার এবং ডিকাস্টারি ফর দ্য সার্ভিস অফ চ্যারিটির প্রিফেক্ট এই ভোজের উদ্দেশ্যকে ব্যাখ্যা করে বলেন যে, যীশু যে ভাবে গরীব দুঃখী ও অনাথ মানুষের জন্য ভালোবাসা প্রকাশ করছেন, তাদের তিনি তার হৃদয়ের কাছে ডেকেছেন সেটারেই একটি প্রতিচ্ছবি হিসেবে এই আয়োজন করার জন্য পুন্যপিতা পোপ ফ্রান্সিস প্রতি বছরই এই ভোজের আয়েজন করতে অনুপ্রাণিত করেন কারন এর মধ্য দিয়ে হৃদয়ের সরল সৌন্দর্য প্রকাশিত হয়।

এছাড়া সমাজের প্রান্তিক জনগোষ্ঠির  অধিকাংশ মানুষ অসহায়ের মত মানবেতর জীবন যাপন করছে । চিকিৎসার অভাবে  কষ্ট পাচ্ছে তাদের জন্য মাদার অফ মার্সি ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে তবে মানবিক দৃষ্টি দিয়ে তাদের দিকে আমাদের তাকানো উচিত বলে মনে করেন পুন্যপিতা পোপ ফ্রান্সিস ।

উল্লেখ্য বর্তমানে ইতালিতে ৫ মিলিয়নেরও বেশি মানুষ চরম দরিদ্রতার নিচে বসবাস করছে। তাই পুন্যপিতা ফ্রান্সিস সকল ধর্মপ্রদেশ এবং ধর্মপল্লীর যাজকদের  আহ্বান জানান যেন পালকীয় কাজের নিমিত্তে তাদের বিশেষ যত্ন নেওয়া হয়।