বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক সেমিনার

বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক সেমিনার।

গত ৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বোর্ণী সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক সেমিনার।

এবারের শিক্ষক সেমিনারের মূলসুর ছিল,  “আমার বিদ্যালয়, আমার দায়িত্ব এতে  বিদ্যালয়ে সেবাপ্রদানকারী ২৮জন শিক্ষক উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

এই সেমিনারের প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ফাদার দিলীপ এস. কস্তা।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় পরিচালনায় ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক তথা সকলের সম্মিলিত সহযোগিতা সক্রিয়তা প্রয়োজন।

পরষ্পরের সহযোগী সহযাত্রী হয়ে প্রধান শিক্ষক শিক্ষকগণ যদি একসাথে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করেন তবে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা লাভ করতে পাবে,” বলেন ফাদার রোজারিও।

ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার আন্তনী হাঁসদা বলেন, “বিদ্যালয় সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক পরষ্পরকে সাহায্য, সংশোধন, মর্যাদা দেয়া ভালবাসা এবং একে অপরের সহমর্মী হয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার।

ফাদার ফাদার দিলীপ এস. কস্তা তাঁর বক্তব্যে কাথলিক শিক্ষা প্রতিষ্ঠানের ইতিবৃত্ত, ঐতিহ্য, সুনাম অবদানের কথা উল্লেখ করে বলেন, “বিশ্বব্যাপী কাথলিক মণ্ডলী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

এক্ষেত্রে শিক্ষকদের অবদান ভূমিকা সবচেয়ে বেশী। তাই সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ যেন সর্বশ্রী মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলেন,” বলেন ফাদার কস্তা। - স্মৃতি গমেজ