দক্ষিণ কোরিয়ার যুব প্রতিনিধিদের আগমন এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী পরিদর্শন

গত ৪ থেকে ৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, দক্ষিন কোরিয়া থেকে একজন ফাদার এবং তিনজন যুবপ্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত দুইজন কোরিয়ান সিস্টার তারা রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী পরিদর্শন করেন।
রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো আগামী ২০২৭ খ্রিস্টাব্দে দক্ষিণ কোরিয়াতে বিশ্ব যুবদিবস অনুষ্ঠিত হবে এবং সেটাকে কেন্দ্র করে প্রতিনিধিরা রাজশাহী ধর্মপ্রদেশর কি ধরনের যুব কার্যক্রম হচ্ছে তা দেখা এবং যুবাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা।
দক্ষিন কোরিয়ার এই যুবপ্রতিনিধি দল তারা বোর্ণী ধর্মপল্লীর বিসিএসএম ও ওয়াইসিএস এর ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
প্রথমেই অতিথিদের নৃত্য ও ফুলের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ছিলো প্রদীপ প্রজ্জ্বলন। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে বিসিএসএম এর বোর্ণী ধর্মপল্লীর প্রতিনিধি মৃদুল পালমা বোর্ণী ধর্মপল্লী এবং ধর্মপল্লীর যুবক-যুবতীদের কার্যক্রমের চিত্র তুলে ধরে।
পরে দক্ষিণ কোরিয়া থেকে আগত ফাদার আলবার্তো সং তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের খ্রিস্টধর্ম ও পড়াশুনার মধ্য দিয়ে জীবনকে গড়ে তোলার জন্য অনুপ্রেরণা দেন।
অংশগ্রহণকারীরা ফাদার আলবার্তোকে নানাবিধ প্রশ্ন করলে তিনি সেগুলোর উত্তর প্রদান করেন। রীদি রোজারিও বিশ্ব যুবক্রুশ প্রসঙ্গে তার অনুভূতি ব্যক্ত করে।
এই প্রতিনিধি দলের সাথে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, যুব সমন্বয়কারী ফাদার জেমস শ্যামল গমেজ, ফাদার কমল খান, ফাদার আন্তনী হাঁসদা ও ১৫০জন বিসিএসএম ও ওয়াইসিএস এর ছাত্র-ছাত্রী। - প্রতীক রোজারিও