উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মারীয়া সেনাসংঘের সেমিনার

গত ২২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো মারীয়া সেনাসংঘের সেমিনার।
এই সেমিনারের মূলসুর ছিল, “এসো জপমালা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৭০জন মাকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, “মা মারীয়া হলেন সর্বকালের সকল মায়ের আদর্শ। মা মারীয়া যেভাবে যিশুকে লালন পালন করেছেন এবং নিজে পবিত্র ছিলেন, সকল মা’রা যেন একই ভাবে মারীয়ার আদর্শ অনুসরণ করেন।”
“মারীয়া সেনাসংঘের সদস্যরাই পরিবারে ও সমাজে মা মারীয়ার বিষয়ে সন্তানদের সঠিক শিক্ষা প্রচার করতে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন,” বলেন ফাদার মারাণ্ডী।
এই দিনে মা মারীয়ার সকল সদস্যরা একত্রে মারীয়া সেনাসংঘের শপথ গ্রহণ করেন এবং মা মারীয়ার নিকট আত্ম নিবেদন করেন।
এছাড়াও “মা মারীয়ার প্রতি ভক্তি ও জপমালা প্রার্থনার গুরুত্ব” বিষয়ে আলোচনা করেন ফাদার ফাবিয়ান মারাণ্ডী আর “মারীয়া সেনাসংঘের গঠন ও কার্যক্রম” এবং “মা মারীয়ার বিভিন্ন দর্শনের আধ্যাত্মিক গুরুত্ব” বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা।
উল্লেখ যে, ইতিপূর্বে ক্যাথিড্রাল ধর্মপল্লীর কেন্দ্রেই মারীয়া সেনাসংঘ কার্যক্রম পরিচালনা করতো, কিন্তু ধর্মপল্লীর অন্তর্গত গ্রামগুলোতে এই সংঘ সক্রিয় ছিল না।
গত কয়েকমাস যাবত সংঘের সদস্যাগণ ধর্মপল্লীর ফাদার ও মাদার তেরেজা সিস্টারদের সঙ্গে যৌথভাবে গ্রামগুলোতে গিয়ে মারীয়া সেনাসংঘের গঠন ও কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং প্রতিটি গ্রামে এই সংঘ গঠন করেন। - ফাদার শেখর ফ্রান্সিস কস্তা