বাংলাদেশ: নটর ডেম কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছরপূর্তি উৎসব উদযাপন

ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব উদযাপন

গত ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশের ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫ বছরপূর্তি উৎসব উদযাপন করা হয়।

তিন দিনের এই উৎসব শুরু হয়েছে আজ বিকাল ৩:৩০ মিনিটে। ‘প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫’ স্লোগান সামনে রেখে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল অতিথিদের আসন গ্রহন তার পর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  প্রধান অতিথি আর্চবিশপ কেভিন রেনডেল, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমিরেটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সহ আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও। তিনি বলেন, “আজ সুষ্টিকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন কারণ এই প্রতিষ্ঠান গৌরবের সাথে শিক্ষাদানে আজ ৭৫ বছর অতিক্রম করতে পেরেছে। এই সময়টুকুতে ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ছাত্রদের নৈতিক, মানবিক ও আধ্যাত্নিক শিক্ষায় গড়ে তুলতে চেষ্টা করেছে।”

“এই ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠেছে। আর এই উৎসব হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের একটা চিহ্ন,”  বলেন অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমিরেটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, “প্রকৃত শিক্ষার অর্থ হলো সু-শিক্ষায় নিজেকে তৈরী করা এবং একই সাথে মানব চিন্তার বিকাশ ঘটানো। তাই ভাল শিক্ষার জন্য ভালবাসা ও মনুষ্যত্বের চর্চার প্রয়োজন। আর এই শিক্ষা প্রতিষ্ঠান সেই কাজই নিষ্ঠার সাথে করে যাচ্ছে তাই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী একজন ছাএ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমি সত্যিই অনেক আনন্দিত কারন আমি একজন সাধারন পরিবারের সন্তান হিসেবে দেশের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি, যেটা আমার জীবনে একটা বড় পাওয়া। এই প্রতিষ্ঠান আমাকে মানবিক ও আধ্যাত্নিকভাবে বেড়ে উঠতে সহায়তা দান করছে।” - আরভিএ সংবাদ