রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হল সেফগার্ডিং ওয়ার্কশপ

রাজশাহী ধর্মপ্রদেশের ছাত্র-ছাত্রীদের নিয়ে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সেফগার্ডিং ওয়ার্কশপ

গত থেকে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ছাত্র-ছাত্রীদের নিয়ে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সেফগার্ডিং ওয়ার্কশপ।

সেমিনারেরে মূলসুর ছিল, “ভালোবাসায় সুরক্ষিত যুব জীবন এই শিশু সুরক্ষা বিষয়ক সেমিনারে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৬২ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কর্নেলিউস কোড়াইয়া, ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস্ গমেজ অন্যান্য ফাদার এবং সিস্টারগণ।

পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারের শুভ উদ্বোধন করা হয় খ্রিস্টযাগের উপদেশে ফাদার বাবলু কোড়াইয়া বলেন, “একজন সেচ্ছাসেবককে সবার আগে সেবার মনোভাবপূর্ণ  একজন মানুষ হতে হবে।

তিনি আরো বলেন, যিশুর বাণী সর্বদাই আমাদের মনে রাখতে হবে যে, “আমি সেবা পেতে নয়, বরং সেবা করতে আমি জগতে এসেছি

এনিমেটর নেতা-নেত্রীদের গুণাবলী  পদ্ধতি সম্পর্কে সহভাগিতা করেন ফাদার শ্যামল জেমস গমেজ।

তিনি তার সহভাগিতায় একজন এনিমেটর কেমন হতে হবে, কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেই বিষয়ে আলোকপাত করেন। একই সাথে পরস্পরের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত বা একজন এনিমেটর কে? এবং এনিমেটরের দায়িত্বগুলো কি? এই বিষয়ে স্পষ্ট ধারণা দেন।

সেফ গার্ড: “ভালোবাসায় সুরক্ষিত যুব সমাজএই বিষয়ের উপর সহভাগিতা করেন ফাদার উওম রোজারিও।

তিনি  বলেন, “এই সেমিনারের উদ্দেশ্য হলো, বর্তমান যুব সমাজ যেন এই যুগোপযোগী বিষয় সম্পর্কে জানতে, শিখতে বুঝতে পারে এবং অন্যকেও তা জানাতে পারে। নিজেরা সুরক্ষিত হয়ে সৃরক্ষিত যুব সমাজ গড়ে তুলতে পারে।

সমাপনী খ্রিস্টযাগের উপদেশে ফাদার উত্তম বলেন, “শিশু সুরক্ষা বিষয়টি সম্পর্কে অন্যান্য দেশের মানুষ অনেক সচেতন। তাই আমাদের উচিত হবে আগে নিজে সচেতন হওয়ার মধ্য দিয়ে অন্যকেও সচেতন করা তোলা - অঙ্গিতা ক্রুশ