কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিচালক, কর্মসূচীর দায়িত্ব হস্তান্তর এবং ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, এক ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দাউদ জীবন দাশ।
তিনি এর আগে সংস্থাটির পরিচালক, কর্মসূচীর দায়িত্ব পালন করছিলেন। তিনি বিদায়ী নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও’র স্থলাভিষিক্ত হন।
এছাড়া পরিচালক, কর্মসূচীর দায়িত্ব গ্রহণ করেন অপূর্ব ম্রং, যিনি ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক ছিলেন এবং তিনি দাউদ জীবন দাশের স্থলাভিষিক্ত হয়েছেন।
দীর্ঘ ৩৩ বছর চাকরি জীবনে সেবাষ্টিয়ান রোজারিও কোর-দি জুট ওয়ার্কসের সহকারী পরিচালক, কারিতাসের সহকারী নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সর্বশেষ ১ জুলাই ২০২১ খ্রিঃ হতে কারিতাসের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন।
কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট ও খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর এবং ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ ও কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ, কারিতাস বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট গাব্রিয়েল কোড়াইয়া, সেক্রেটারী ফাদার লেনার্ড সি. রিবেরু ও কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, বিদায়ী ও নবনিযুক্ত নির্বাহী পরিচালকদ্বয়ের পরিবারের সদস্যবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) রিমি সুবাস দাশ, আঞ্চলিক, ট্রাস্ট ও প্রকল্প পরিচালকগণ এবং কারিতাস কেন্দ্রীয় কার্যালয়, সিএইচ-এনএফপি ও সিডিআই এর কর্মীবৃন্দ।
বিশপ জেমস্ রমেন বৈরাগী বলেন, “আমরা দেখেছি সেবাষ্টিয়ান রোজারিও অত্যন্ত দক্ষতার সাথে কারিতাসে সেবা দিয়েছেন। তাকে কৃতজ্ঞতা জানাই। নতুন নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ ও পরিচালক কর্মসূচি অপূর্ব ম্রংকে অভিনন্দন জানাই। আপনাদের পথ চলা শুভ হোক।”
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই বলেন, “সেবাষ্টিয়ান রোজারিও একজন নিবেদিত প্রাণ মানুষ। তাকে দেখেছি কারিতাসকে ভালোবাসতে, তার সকল চিন্তা-ভাবনা ছিল কারিতাসকে ঘিরে। তিনি একজন সৎ এবং নম্র ব্যক্তি।”
বিদায়ী নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও তার শিক্ষা ও পেশাগত জীবনে যাদের অবদান ছিল, তাদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আজ যারা নির্বাহী পরিচালক এবং পরিচালক, কর্মসূচীর দায়িত্ব নিয়েছেন, আমার প্রত্যাশা আপনারা তাদের সহযোগিতা করবেন যেন তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারেন।”
তিনি সহকর্মীদের অবসর পরবর্তী সময়ে আর্থিক ব্যবস্থাপনাসহ সঠিক পরিকল্পনা করতে অনুপ্রেরণা দেন।
দাউদ জীবন দাশ সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণকে ঈশ্বরের আহ্বান হিসেবে উল্লেখ করে বলেন, “এই দায়িত্বকে আমি ঈশ্বরের আহ্বান হিসেবে গ্রহণ করি এবং সহকর্মীদের নিয়ে সংস্থার স্বপ্ন পূরণে এক সাথে কাজ করবো এই প্রত্যাশা করি।”
সহকর্মীদের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করে পরিচালক-কর্মসূচী অপূর্ব ম্রং বলেন, “এই আশার বর্ষে আমরা সকলে নিজ নিজ দায়িত্ব সাহস এবং বিশ্বাসের সাথে পালন করি এবং মানুষের আশা দূত হয়ে উঠি।”
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি বিশপ জেমস্ রমেন বৈরাগীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। - কারিতাস ইনফরমেশন ডেক্স