কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীদের পরিবার দিবস উদযাপন

কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সিডিআই ও সিএইচ-এনএফপি-এর কর্মীবৃন্দদের নিয়ে উদযাপিত হলো পরিবার দিবস

গত ৩১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ,  জয়দেবপুরের ছুটি রিসোর্টে কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সিডিআই ও সিএইচ-এনএফপি-এর কর্মীবৃন্দদের নিয়ে উদযাপিত হলো পরিবার দিবস।

এ পরিবার দিবসের মূলসুর ছিল, “পরিবারের ভালোবাসা ও বন্ধনে মেতে উঠি মিলন উৎসবে”। এতে প্রায় সিডিআই ও সিএইচ-এনএফপি’র ১২৬ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৮২ জন এই পরিবার দিবসে অংশগ্রহণ  করেন ও এক সাথে আনন্দ সহভাগিতা করেন। 

কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও, পরিচালক-অর্থ ও প্রশাসন রিমি সুবাস দাশ, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নকরেক, কেন্দ্রীয় কার্যালয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত পরিবার দিবসের কার্যক্রমের মধ্যে ছিল সর্বজনীন প্রার্থনা, পরিবার দিবসের মূলসুরের উপর সহভাগিতা, কর্মী ও পরিবারের সদস্যদের বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, প্রীতিভোজ, উপহার প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারী ড্র। 

বিশেষ এই দিনে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও কর্মীদের ও তাদের পরিবারের সদস্যদের পরিবার দিবসের শুভেচ্ছা জানান।

তিনি পরিবার দিবসের মূলসুরের উপর সহভাগিতায় বলেন, “পরিবার হচ্ছে একটি ভালোবাসার জায়গা। আর পরিবারে নিঃস্বার্থ ভালোবাসা ও সহমর্মীতা থাকলে সেই পরিবার হয়ে উঠে একটি স্বর্গীয় ও দায়িত্বশীলতার পরিবার। ভালোবাসাহীন পরিবার কারো কাম্য নয়। তাই আমাদের পরিবারের সদস্যদের ভালোবাসাতে হবে।”

প্রসঙ্গত, কারিতাসের কর্মীবৃন্দ প্রতি বছরই পরিবার দিবস পালন করে, যেখানে তাদের পরিবারের সদস্যগণ অংশ নিয়ে দিনব্যাপী আলোচনা, প্রীতিভোজ ও বিনোদনমূলক কার্যক্রমে যুক্ত থাকেন যা নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও মজবুত করতে ভূমিকা রাখে, পাশাপাশি পরস্পরকে আরও বেশি জানতে ও বুঝতে সাহায্য করে এবং পেশাগত জীবনে আনে আরও নতুন গতি। 

অতপর পরিবার দিবসের আহ্বায়ক সুকুমার কোড়াইয়ার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে পরিবার দিবসের কার্যক্রম শেষ হয়। তিনি সকলকে সক্রিয়ভাবে পরিবার দিবসে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিবার দিবসে অংশ নেওয়া অন্যান্য কর্মী ও তাদের পরিবারের সদস্যগণ এই উদ্যোগকে সাধুবাদ জানান ও প্রতি বছর এই ধরনের আয়োজন করার আহ্বান জানান। - কারিতাস ইনফরমেশন ডেস্ক