প্রচন্ড তাপপ্রবাহে শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ

প্রচন্ড তাপপ্রবাহের সময়ে শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ

গত কয়েক দিন ধরেই দেশের ওপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ। আর এই সময়ে বিশেষ করে শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি বলেন যে, এ সময়ে শিশুদের কোনোভাবেই ঘরের বাইরে বের হতে দিতে হবে না। শিশুরা যেন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ছায়ায় মধ্যে বা ঘরের মধ্যে থাকে। একইসাথে প্রচুর পরিমাণে পানিসহ তরল খাবার গ্রহণ করতে সকলকে আহ্বান করেন।

অন্যদিকে বৈশাখের শুরুতেই গত ১৬ এপ্রিল, পটুয়াখালী জেলার কলাপাড়ায় উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে যা ছিল গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

দেশের সর্বোচ্চ তাপমাত্রায় তীব্র গরমে সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ী, শ্রমিক ও গাড়িচালকরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দুর্বিষহ সময় পার করছেন।

প্রচন্ড তাপপ্রবাহের সময়ে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল দিনে ১৪ থেকে ১৫ গ্লাস পানি পান করার পরামর্শ দেন । একইসঙ্গে, শারীরিকভাবে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

তীব্র গরমের মধ্যে মানুষজন যেন নিরাপদে থাকার চেষ্টা করে, সেজন্য বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।