উওরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূতের শোক প্রকাশ (ছবি: সংগৃহীত)

আজ ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশে নিযুক্ত ভাটিকানেররাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রাণ্ডাল বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারের মাননীয়  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে লিখিত এক পত্রের মাধ্যমে ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

জাতির সাথে একাত্ম হয়ে শোক প্রকাশের সাথে সাথে দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার চিরশান্তি কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন এবং প্রার্থনায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সর্বশক্তিমান ঈশ্বর  দুর্ঘটনায় মৃতদের বিশেষভাবে কিশোর-কিশোরীদের আত্মাকে শান্তি দান করুন; যারা আহত তাদেরকে সুস্থ করুন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের শক্তি ও সান্ত্বনা দান করুন। - সাপ্তাহিক প্রতিবেশী