রাজশাহী মুক্তিদাতা হাইস্কুলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মুক্তিদাতা হাইস্কুলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

গত ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী মুক্তিদাতা হাইস্কুলে সকল ধর্মের অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এই শীতবস্ত্র বিতরণের মূল স্লোগান ছিল, “যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি, করেছ তা-ই আমার প্রতি” । এতে প্রায় ১২৫টি গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল, মুক্তিদাতা হাই স্কুলের পরিচালনা পরির্ষদের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি। 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস সবিতা মারান্ডী বলেন, “এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমাদের প্রত্যেকেরই উচিত সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব।”

রাজশাহী ধর্মপ্রদেশর ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী তার বক্তব্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ধরনের মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। গরীব অসহায় মানুয়ের পাশে দাঁড়ানো এবং সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলেরই নৈতিক দায়িত্বের মধ্যে পরে। তাই সকলকে এই ধরনের কাজে এগিয়ে আসতে বিশেষ ভাবে আহবান করেন।”

“বিদ্যালয়ের এই ধরনের মানবিক কাজের উৎসাহ প্রদান করে প্রত্যাশা ব্যক্ত করে আামদের পাশে সবসময়ই থাকবেন বলে কথা দেন ধর্মপ্রদেশর ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান ।”

এই অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা যেন আমাদের সার্মথ্য অনুসারে গরীব-দুঃখী ভাই-বোনদের সাহায্য করতে এগিয়ে আসি। মহান সৃষ্টিকর্তা আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই যেন গরীব মানুষের পাশে থাকি।”

উল্লেখ্য যে, Osman Group of Industries, 98 Batch, St. Placid’s School & College, Chattogram এবং মুক্তিদাতা হাই স্কুলের যৌথ সম্বনয়ে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়। - ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি