বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিসিএসএম এবং ওয়াইসিএস’র মিলনমেলা

বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বিসিএসএম এবং ওয়াইসিএস’র মিলনায়তন

গত ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বোর্ণী ধর্মপল্লীতে খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিসিএসএম এবং ওয়াইসিএস’র মিলনমেলা।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, ফাদার যোহন মিন্টু রায়, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ডিকন মাইকেল হেম্ব্রম এবং ক্যান্টন রোজারিওসহ প্রায় ৫৫জন বিসিএসএম এবং ওয়াইসিএস সদস্যবৃন্দ।

আশীর্বাদ এবং উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার আন্তনী হাঁসদা বলেন, “আমরা তোমাদের পাশে রয়েছি তোমরা যুবারা সৎ পথে সামনের দিকে এগিয়ে যাও। ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে তোমরা বড় কিছু করতে পারবে।”

ফাদার সুরেশ পিউরিফিকেশন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “তোমরা ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে অনুপ্রাণিত হবে। তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি।”

ফাদার যোহন মিন্টু রায় বলেন, “তোমরা খুবই ভালো কাজ করছো। সকলে এই রকমভাবে একত্রিত থেকে সামনের দিকে এগিয়ে যাও।”

ক্যান্টন রোজারিও বলেন, “তোমাদের উদ্যোগগুলো ছোট হলেও সুন্দর। আর ভালো কাজ করতে গেলে নানা ধরণের বাঁধা-বিপত্তি আসাটাই স্বাভাবিক; তবে ভয়ে পিছিয়ে গেলে হবে না। বরং নতুন উদ্যোমে এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে”। - প্রতীক রোজারিও