ডন বস্কো স্ট্রাউস স্কুল এন্ড কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ডন বস্কো স্ট্রাউস স্কুল এন্ড কলেজে’র নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ,  ডন বস্কো স্ট্রাউস স্কুল এন্ড কলেজে’র নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।

নব নির্মিত একাডেমিক ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রাণ্ডাল এবং রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও।

আর্চবিশপ কেভিন রাণ্ডাল তার বক্তব্যে বলেন, “পুণ্যপিতা পোপ মহোদয়ের নামে আমি আপনাদের স্কুল নির্মাণের এই সুন্দর উদ্যোগ ও অবদানকে এবং আত্মত্যাগকে স্বাগত জানাই। বিশ্বাসপূর্ণ প্রার্থনা করি, আপনাদের সুন্দর সেবামূলক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে অত্র এলাকায় শিক্ষার জ্বালিয়ে দিন। ঈশ্বর আপনাদের সকলকে আশির্বাদ করুন।”

জয়পুরহাট জেলার খঞ্জনপুরের বাংলাদেশের “ডন বস্কো স্ট্রাউস স্কুল এণ্ড কলেজ’র ফাদারদের দ্বারা গৃহীত এক দুঃসাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত, রাজশাহী ধর্মপ্রদেশের জন্য একটি নতুন ইতিহাস, যুগের প্রয়োজনে গুণগত মানসম্পন্ন শিক্ষা সেবার এক নতুন প্রত্যয়ের নাম। স্বল্প পরিসরে হলেও বিগত কয়েক বছরে ফাদারগণ তার নমুনা প্রমাণ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক ভবনটির দাতাগোষ্ঠী এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর কয়েকজন ফাদারসহ উক্ত ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ ও আশেপাশের এলাকার বিভিন্ন ধর্মের গণমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও আশির্বাদ প্রার্থনা। আশির্বাদ প্রার্থনাটি পরিচালনা করেন আর্চবিশপ কেভিন রাণ্ডাল এবং তাকে সহযোগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ও ফাদার জোস পাম্পাদিয়িল।

ফাদার জোস পাম্পাদিয়িল স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যক্ত করে বলেন, “এই স্কুলটি প্রতিষ্ঠার মধ্যদিয়ে আমরা শুধু ছাত্র-ছাত্রীদের বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে একজন পরিপূর্ণ মানুষ তৈরী করার কাজেও ব্যাপৃত থাকব।”