বোর্ণী ধর্মপল্লীর অধীনস্থ মানগাছা উপ-ধর্মপল্লীতে পালিত হল সাধু যোসেফ’র পর্ব উৎসব
গত ১৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, বোর্ণী ধর্মপল্লীর অধীনস্থ মানগাছা উপ-ধর্মপল্লীতে মহাসমারোহে পালিত হল সাধু যোসেফ’র পর্ব উৎসব।
পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রেমু রোজারিও, সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন পাল- পুরোহিত ফাদার সুশান্ত ডি কস্তা ও সহকারী পাল- পুরোহিত ফাদার সুরেশ পিউরীফিকেশন।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার প্রেমু রোজারিও বলেন, “মুক্তির ইতিহাসে তাঁর কাজ ও ভূমিকা অসামান্য ও গুরুত্বপূর্ণ। যিশুর পালক পিতা হয়েও তিনি পিতার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছেন। ছুতোর মিস্ত্রীর কাজ করে, প্রতিদিন কঠোর পরিশ্রম করে তিনি যিশু ও মারিয়ার সকল অভাব পূরণ করেন এবং তাদের যত্ন ও প্রতিপালন করেন।”
“সাধু যোসেফ খুবই দরিদ্র জীবন-যাপন করতেন। যোসেফ ছিলেন একজন আদর্শ ও ত্যাগী পিতা। পালক পিতা হিসেবেও যিশুর প্রতি তার ছিল অপরিমেয় স্নেহ ও ভালোবাসা। তিনি ছিলেন প্রার্থনাশীল, ধৈর্য্যশীল ও সহিষ্ণু এবং নম্রতার উজ্জ্বল আদর্শ,” বলেন ফাদার রোজারিও ।
পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি কস্তা স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি বলেন, ‘সাধু যোসেফ ছিলেন একজন আদর্শ পিতা। তিনি সর্বদা আমাদের সত্য ও ন্যায়ের পথ দেখান। আসুন, আমরা সকলে তার পরিচালনায় পথ চলে নিজ জীবনকে অগ্রসর করি।’
দিনব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল পর্বীয় খ্রিস্টযাগ, সাস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ।- ফাদার সুরেশ পিউরীফিকেশন