আর্তমানবতার সেবা, শিক্ষা এবং যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন

গত ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বি কে গুড ফনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সেক্রেটারি জোনাস গমেজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠানটির ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেণ। তিনি, পেশাদার সিভি লেখার কর্মশালা, গমেজ পরিবার কর্তৃক ফাউন্ডেশনে অনুদান প্রদান, দাতা সংস্থা থেকে অর্থ প্রাপ্তি এবং অন্যান্য কার্যক্রম তুলে ধরেন।
চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ফাদার চার্লস জে. ইয়াং এর যে স্বপ্ন তা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি।”
ফাউন্ডেশনটি আর্তমানবতার সেবা, শিক্ষা এবং যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে ঢাকা ক্রেডিটের অর্থায়নে ২০১৯ সালে আত্মপ্রকাশ করে এবং ২০২৩ সালে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো’র রেজিষ্ট্রেশন পায়।
সাধারণ সভায় ফাউন্ডেশনের নব-নিযুক্ত সেক্রেটারি জোনাস গমেজ’কে শুভেচ্ছা জানানো হয়।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রঞ্জন জে.পি রোজারিও তার প্রতিবেদনে বোর্ডের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের দাতা সংস্থা ও পরিচালন পরিষদকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে কাজগুলো করছি সবই আপনাদের অবদান।”
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী বোর্ডের ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ, ট্রেজারার পাপড়ি দেবী আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মল রোজারিও। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাইকেল জন গমেজ, পংকজ গিলবার্ট কস্তা, প্রদীপ বিশ্বাস ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
বক্তারা বলেন, “ফাউন্ডেশনের বিভিন্ন কাজের সাথে যুক্ত করতে হবে। বিশেষ করে যুবদের সাথে যুক্ত করতে হবে এবং সমাজের উন্নয়নে কাজ করতে হবে।”
বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশনের কার্যনির্বাহী বোর্ডের বিগত সাধারণ সভায় কার্যবিবরণী, বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, বাজেট অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
চার্লস জে ইয়াং ফঅউন্ডেশন ইতোমধ্যে কোভিড-১৯ এ সহায়তা করেছে, যুবদের উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রশিক্ষণ সফলতার সাথে পরিচালনা করে চলেছে।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, “বাংলাদেশের ক্রেডিট ইউনিয়ন ইতিহাসে এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।”
“ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই তাদের ডেভেলপমেন্ট কাজের জন্য। কিন্তু একই সাথে ফাউন্ডেশনকে বলবো, ক্রেডিট নিয়ে রিসার্স বা ইমপ্যাক্ট ষ্টাডি করার জন্য একটা সুযোগ যেন এখানে রাখা হয়,” বলেন রোজারিও।
ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ তার ধন্যবাদের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সমাপ্তির আগে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
ফাউন্ডেশনের পথচলা ধীরে ধীরে সমৃণ হচ্ছে উল্লেখ করে গমেজ বলেন, “যে উদ্দেশ্যে ও আদর্শকে নিয়ে ফাউন্ডেশন গঠিত হয়েছে সেই লক্ষে যেন আমরা দৃঢ় থাকি।” - ডিসিনিউজবিডি