ঢাকা ক্রেডিটের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

গত ১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকার ফার্মগেটের তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটি, ক্রেডিট কমিটি সুপারভাইজরি কমিটির শপথ গ্রহণ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ ওমমআই।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লি:-এর চেয়ারম্যান টুটুল পিটার রড্রিক্স। আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন, সাবেক এবং বর্তমান কর্মকর্তা, উপদেষ্টা এবং সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ ওএমআই বলেন, “ঢাকা ক্রেডিট অনেক বড় আর্থিক প্রতিষ্ঠান। তাই এখানে সঠিক পেশাদারিত্ব প্রয়োজন। আজ যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের স্বচ্ছতা জবাবদিহীতা থাকতে হবে।

আপনারা জনগণের আমানতের দায়িত্ব নিয়েছেন, এটা আপনাদের একটি পবিত্র দায়িত্ব। পাশাপাশি আপনাদের এই প্রতিষ্ঠানকে একটি মিলন এবং সম্প্রীতির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নতা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করে। তাই সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে,” বলেন  আর্চবিশপ ডিক্রুজ।

ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহনকারীগণ

তিনি বলেন, “ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা সবাই আলাদা মানুষ। কিন্তু আমাদের সকলের মধ্যে খ্রিষ্টীয় দায়িত্ব রয়েছে। তাই আমাদের একটি সুন্দর খ্রিষ্টীয় সমাজ গড়ে তুলতে হবে। নতুন বোর্ডের জন্য প্রার্থনা করি, তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবে।

শুভেচ্ছা বক্তব্যে নব নির্বাচিত প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ বলেন, “ঢাকা ক্রেডিটের নির্বাচিত নতুন ব্যবস্থাপনা, ক্রেডিট সুপারভাইজরি কমিটির পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আমি সদস্যবৃন্দদের ধন্যবাদ জানাই, আপনারা নির্বাচনে ভোট প্রদান করে ঢাকা ক্রেডিটের দায়িত্বভার আমাদের উপর দিয়েছেন। আমরা আমাদের দায়িত্বের উপর দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা ক্রেডিটের দায়িত্ব নেওয়া সত্যিই অনেক গর্বের। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তা এবং আপনাদের। বিগত বোর্ডের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের নব নির্বাচিত বোর্ডে জন্য আপনাদের প্রার্থনা এবং সহযোগিতা কামনা করি,” বলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট গমেজ

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, “অভিনন্দন জানাই ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে। সদস্যদের সহযোগিতা এবং ঈশ্বরের আশীর্বাদে এই বোর্ড নির্বাচিত হয়ে দায়িত্বগ্রহণ করেছেন। আপনারা বছর, অর্থাৎ হাজার ৯৫ দিন দায়িত্ব পালন করবেন। এই সময়ে আপনারা অনেককিছু করতে পারবেন। আশা করি, ভালকিছুই করবেন। আপনারা সদস্যদের প্রতিশ্রুতি দিয়ে এখানে আসছেন, ঈশ্বরও আপনাদের সাহায্য করেছে।

আশা করি, আপনারা অনেক ভাল কাজ করবেন। আপনাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা সব সময়ই থাকবো,” বলেন  রোজারিও।

কালব চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, “আজ শপথ বাক্যে যে শব্দ চয়ন, যে উচ্চারণ দিয়ে আর্চবিশপ মহোদয় নতুন বোর্ডকে শপথবাক্য পাঠ করালেন, তা সত্যি অতুলনীয়। আশা করি, নতুন বোর্ড তা অনুভব করে তাদের দায়িত্ব পালন করবেন।

ফাদার চার্লস জে. ইয়াং ১৯৫৫ খ্রিষ্টাব্দে ক্রেডিট ইউনিয়ন আন্দোলন শুরু করেছিল, আজ প্রায় ১২ লক্ষাধিক ক্রেডিট ইউনিয়নের সদস্য রয়েছে। আজ ফাদার চার্লসের হাতে গড়া ঢাকা ক্রেডিটের নতুন বোর্ড শপথবাক্য পাঠ করেছেন। আশা করি, নতুন বোর্ড শতভাগ শপথ বাক্যের বাণী অনুসরণ করবেন,” বলেন পিউরীফিকেশন।

ঢাকা ক্রেডিটের সদস্য সাবেক প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “আমরা আনন্দিত আজ আর্চবিশপ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শপথবাক্য পাঠ করিয়েছেন। আজ আমরা তাদের অভিনন্দন জানাই। সদস্যবৃন্দ ঢাকা ক্রেডিটের এই ২২ জনকে ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছেন। এই বোর্ড যেসকল প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছেন, আশা করি তারা তা পালন করবেন।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, “নব নির্বাচিত বোর্ডকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ মোমবাতি হাতে নিয়ে আর্চবিশপের পৌরিহিত্যে ঈশ্বরের সামনে এবং আমাদের সামনে প্রতিজ্ঞা করেছেন। আমরা চাই, আজ যে বাক্য উচ্চারণ করলেন, তার প্রতিটা শব্দ অনুভব করে, তা প্রতিপালন করবেন। আমরা বিশ্বাস করি, নতুন বোর্ড ঢাকা ক্রেডিটকে সঠিক পরিচালনা দিবেন।

অন্যান্য বক্তারা বলেন, “বিগত বোর্ড অক্লান্ত পরিশ্রম করে ঢাকা ক্রেডিটকে এগিয়ে নিয়ে গেছেন। আজ নতুন বোর্ড শপথগ্রহণ করে ঢাকা ক্রেডিটের দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করবো, আপনারা দৃঢ়তার সাথে ঢাকা ক্রেডিটকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাবেন। আমরা সদস্যবৃন্দরা আপনাদের সব সময় সহযোগিতা নিয়ে পাশে থাকবো।

পরিশেষে সমিতির নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও ধন্যবাদ বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। - ডিসিনিউজ