পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খ্রীষ্টিয় ঐক্য ও আান্তঃধর্মীয় সংলাপ কমিশনের শুভেচ্ছা বাণী

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খ্রীষ্টিয় ঐক্য ও আান্তঃধর্মীয় সংলাপ কমিশনের শুভেচ্ছা বাণী

প্রিয় মুসলমান ভাই ও বোনেরা,

সবার প্রতি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাম কমিশন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা। কমিশন কামনা করে আপনাদের জন্য এই ত্যাগ ও সিয়াম সাধনার মাসের পুণ্য আশীর্বাদ এবং আধ্যাত্মিক সম্বৃদ্ধি।

উপাসনার পঞ্জিকা অনুসারে আাপনাদের পবিত্র রমজান এবং খ্রীষ্টানদের পবিত্র উপবাস বা তপস্যাকাল এই দুইয়ের শুরু খুব কাছাকাছি : রমজান মার্চ মাসের ২ এবং খ্রীষ্টিয় তপস্যাকাল মার্চ মাসের ৫। মনে হয় এই কাছাকাছি অবস্থা আমাদের পরস্পর কাছাকাছি হাটার এবং সম্প্রীতির বন্ধনের আহ্বান জানায়।

প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র রমজানে রোজা রেখে ও বিভিন্ন দয়ার কাজ করে আপনারা ঈশ্বরের তৌফিক লাভ করার সাধনা করেন ; আর খ্রীষ্টিয় উপবাস বা প্রায়শিত্বকালে খ্রীষ্টবিশ্বাসীরা উপবাস, প্রার্থনা ও ভিক্ষাদানসহ বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে শুধুই বাহ্যিকভাবে নয়, অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে সাধনা করে।

তা ছাড়া এই সময় তারা ঈশ্বরের সাথে, মানুষের সাথে এবং সৃষ্টির সাথে সম্পর্ক নবায়ন করে। উভয় ধর্মের অন্তর্নিহিত মূল্যবোধ কতই না সমান্তরাল, প্রকাশে যদিও রয়েছে ভিন্নতা। এ যেন রমজান ও তপস্যাকালে ধর্মীয় জীবনে এক সাথে ভ্রাতৃত্বে পথ চলা!

হিংসা-বিদ্বেষ, অন্যায় অরাজকতার এই পৃথিবী এমন ভ্রাতৃপ্রতীম সম্পর্ক, ভ্রাতৃপূণর্মিলন, শান্তি-সম্প্রীতির জন্য ক্ষুধিত, পিপাসিত; পিপাসিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। এমন অপ্রিয় বাস্তবতার মাঝে বাংলাদেদেশের খ্রীষ্টান-মুসলমান ভ্রাতৃত্ব ও শান্তি-সম্প্রীতি শুধু বাংলাদেশের জন্যই নয়, গোটা পৃথিবীর কাছে হয়ে উঠতে পারে একটি দৃশ্যনীয় দৃষ্টান্ত।

বর্তমানে অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসের সুস্থতা কামনা করে অনেক উচ্চপদের ইমাম, হুজুর ও অন্যান্য ইসলাম ধর্মাবলম্বী ভাইবোন সৃষ্টিকর্তার কাছে মোনাজাত  করেছেন, করছেন। এই পোপ তাঁর  Fratelli Tutt (ফ্রাতেল্লী তুত্তি  ভ্রাতৃত্বে আমরা সবাই) পালকীয় পত্রে আন্তঃধমীয় সংলাপকে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন।

আসুন, এই পবিত্র রমজান মাসে এবং পবিত্র উপবাস বা তপস্যাকালে আপনারা ও আমরা সিয়াম সাধনা করি, সৃষ্টিকর্তার শত অনুগ্রহ লাভ করি। পবিত্র রমজানের চ’ড়ান্ত পর্যায় খুশীর উৎসব ঈদুল-ফিত্র এবং চল্লিশ দিনের  খ্রীষ্ঠিয় তপস্যাকালের শেষ সপ্তাহ যীশুর মৃত্যু-স্মরণ গুড ফ্রাইডে এবং মৃত্যু থেকে যীশুর গৌরবময় পুনরুত্থান মহেৎসব  ইস্টার সানডে।

এই রমজান ও ঈদুল ফিতর মহোৎ’সব উপলক্ষ্যে জাতীয় এই আন্তঃধর্মীয় সংলাপ কমিশন আপনাদের জানায় ঈদের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র রমজান এবং পবিত্র ঈদুল ফিতরের আশীর্বাদ, তৌফিক মহান আল্লাহতালা আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমানে দান করুন।

বিশপীয় এই আন্তঃধর্মীয় সংলাপ কমিশন আপনাদের সবাইকে মাহে রমজানের সৃষ্টিকর্তার তৌফিক ও রহমত কামনা করে সমাগত ঈদের শুভেচ্ছা জানায়।  ঈদ মোবারক! ঈদ মোবারক! - (বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী’র খ্রীষ্টিয় ঐক্য ও আান্তঃধর্মীয় সংলাপ কমিশন)