রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
গত ১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র, লক্ষ্মীবাজারে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ক্ষুদ্র পরিসরে উদযাপন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও ভেরিতাসের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ , খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, ব্রাদার সুবল রোজারিও সিএসসি, পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ডনেল ষ্টিফেন ক্রুশ, ব্রাদার শিমুল রোজারিও সিএসসি, সিস্টার রেবা ভেরোনিকা ডি‘ কস্তা আরএনডিএম, সুহৃদ সংঘের কয়েকজন যুবতীসহ খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের সকল কর্মকর্তাবৃন্দ ।
উক্ত দিন বিকাল ৩ঃ০০ ঘটিকায় বাণীদীপ্তীর স্টুডিওতে মেরী বিশ্বাসের ক্ষুদ্র প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়াও নিমন্ত্রিত অতিথীদের আসন গ্রহনের পরে ফুল এবং নাচের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেডিও ভেরিতাস বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ। তিনি তার বক্তব্যে রেডিও ভেরিতাসের বর্তমান চিত্র তুলে ধরে বলেন রেডিও ভেরিতাস বাংলা বিভাগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর্ এই যাত্রায় অনেক শ্রোতা বন্ধরা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখে ও শুনে আমাদের অনুপ্রাণিত করছে। তাদের মতামত এবং পরামর্শ আমাদের কর্মের উদ্দীপনা বৃদ্ধি করে।
তিনি আরো বলেন আমাদের রেডিও ভেরিতাস সত্য বাণীকে প্রচার এবং প্রসারের কাজে নিয়োজিত।এছাড়া রেডিও ভেরিতাসের সাথে জড়িত কিছু শ্রোতা বন্ধুদের কিছু সাক্ষ্য তুলে ধরেন।
শুভেচ্ছা বক্তব্যে খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল রিবেরু রেডিও ভেরিতাস প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরে বলেন রেডিও ভেরিতাসের মূল লক্ষ্য হলো বিশ্বজগতের সকল প্রান্তে খ্রীষ্টের বাণী পৌছেঁ দেওয়ার একটা প্রয়াস। এছাড়া এশিয়া মহাদেশের সমস্ত মানুষের কাছে ভালোবাসার কথা ঘোষণা করা। সেই অবধি থেকে আজ পযর্ন্ত সত্যের বাণী প্রচারে নিবির্ঘ্নে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
ব্রাদার সুবল রোজারিও সিএসসি, তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন ,তিনি ব্যক্তিগত ভাবে অনেক আগে থেকেই এই রেডিও ভেরিতাসের কথা শুনেছেন। ভেরিতাসের বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি বিভিন্ন মানুষের মতামত ও ব্যক্ত করেছেন, তিনি আরো বলেন যে ,ভেরিতাসের সকল অনুষ্ঠান একটা পথ যার মধ্য দিয়ে আন্তঃধর্মীয় সকল পর্যায়ের মানুষের কাছে শান্তির কথা ব্যক্ত করতে পারে। এছাড়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাদার ডনেল ক্রুশ এবং সিষ্টার রেবা ভেরোনিকা ডি‘ কস্তা।
সর্বোপরি রেডিও ভেরিতাস বাংলা বিভাগের প্রামান্য চিত্র প্রদর্শন করেন বাংলা বিভাগের প্রোগ্রাম প্রযোজক রিপন আব্রাহাম টলেন্টিনু ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রোগ্রাম প্রযোজক সিষ্টার লাইলী রোজারিও, আরএনডিএম।
উল্লেখ্য, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ ১ ডিসেম্বর ১৯৮০ খ্রিষ্টাব্দে ফিলিপাইনের ম্যানিলা শহর থেকে শর্ট ওয়েভ পরিষেবা সম্প্রচার করা শুরু হয় এবং যুগের চাহিদানুযায়ী ১ জুলাই ২০১৮ থেকে প্রযুক্তির সাহায্য নিয়ে অন লাইনে ডিজিটাল রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি এই ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি।