তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীর অর্ন্তগত প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো যুব সংঘ কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথমবারের মতো হলি রোজারি ধর্মপল্লীর যুব সংঘের আয়োজনে প্রায় ১৪০জন শিক্ষার্থীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়

 এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা মূলতঃ ভাষার মাস প্রায়শ্চিত্তকালকে ঘিরে আয়োজন করা হয়  এই প্রতিযোগিতা ৪টি বিভাগে ভাগ করা হয় যথা; বিভাগে ( শিশু শ্রেণী) জাতীয় ফুল, ফল বিভাগে ( প্রথম থেকে ৪র্থ শ্রেণী) জাতীয় পতাকা, বিভাগে ( ৫ম থেকে ৭ম শ্রেণী) শহীদ মিনার এবং বিভাগে ( ৮ম থেকে ১০ম শ্রেণী) কষ্টভোগী যীশুর ছবি দেওয়া হয়

 এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তেজগাঁও ধর্মপল্লীর পালকীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট জর্জ স্টিফেন ঘোষ উপস্থিত ছিলেন এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সিস্টার রেমিনা রংদি, সিএসসি, হিয়া গমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মূল উদ্দেশ্য হলো, শিশুদেরকে কিছুটা সময়ের জন্য হলেও শিশুদের মতো থাকতে দেওয়া একই সাথে শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে ছোট থেকেই সহ শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ হয় এবং তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে জীবন অভিজ্ঞতা লাভ করে

এছাড়াও বর্তমান সামাজিক মাধ্যমের নেতিবাচক দিক থেকে দূরে রাখতে তাদের নিয়ে কিছুটা সময় কাটানো যেখানে নিজেদের ইচ্ছেমতো তারা বাবা মার সাহায্য ছাড়া অঙ্কন করছে কিছুটা সময় নিজের করে কাটাচ্ছে

বর্তমানে সংঘটিতে ৬৫ জন সদস্য রয়েছে যারা সকলেই ছাত্রছাত্রী তাদের উদ্যোগেই মূলতঃ প্রথমবারের মতো এই চিত্রাঙ্কন এর প্রতিযোগিতার আয়োজন করা হয় - আরভিএ সংবাদ