দিনাজপুর সুইহারী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পর্ব দিবস এবং বিবাহ প্রতিজ্ঞা নবায়ন

সুইহারী যীশু হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পর্ব দিবস এবং বিবাহ প্রতিজ্ঞা নবায়ন ও জুবিলী উৎসব

গত ৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, দিনাজপুর সুইহারী যীশু হৃদয়ের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপল্লীর পর্ব দিবস এবং বিবাহ প্রতিজ্ঞা নবায়ন ও জুবিলী উৎসব।

এই পর্ব দিবসের খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের বিশপ সেবাষ্টিয়ান টুডু সহ ৮ জন ফাদার, ১৫ জন সিস্টার এবং প্রায় ৫০০জন খ্রিস্টভক্তগণ এই পর্বীয় খ্রিস্টযাগে অংশগ্রহন করেন।

ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত ২০ জোড়া দম্পতি তাদের বিবাহ জীবনের প্রতিজ্ঞা নবায়ন করে জুবিলী উৎসব পালন করেন। 

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ সেবাষ্টিয়ান টুডু জুবিলী উদযাপনকারী দম্পতিদের উদ্দেশ্য বলেন, “আজকের জুবিলী পালনকারীগন হলেন ধর্মপল্লীর ভালবাসার প্রতীক, মন্ডলী এবং আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত।”

সাধু যোসেফ ও মা মারিয়ার পারিবারিক জীবনের কথা উল্লেখ করে আরো বলেন তারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবিলা করে এই প্রথিবীতে টিকে ছিলেন ঠিক আজকের জুবিলী পালনকারী দম্পতিগন সংসার জীবনে বিভিন্ন কঠিন বাস্তবতার মধ্যেও আজ এ পর্যন্ত এসেছেন তাই তাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই,” বলেন বিশপ টুডু।

জুবিলী পালনকারী দম্পতিগন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, তারা আশীর্বাদীত, ঈশ্বরের প্রতি অনেক কৃতজ্ঞ তাদের এই সংসার জীবনের জন্য।  তারা বলেন বাকি জীবন তারা যেন এক সাথে কাটাতে পারেন তার জন্য সকলের কাছে প্রার্থনা কামনা করেন।

খ্রিষ্টযাগের পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়। - পিটার রতন