সেপ্টেম্বর মাসে পোপ ফ্রান্সিসের প্রার্থনার উদ্দেশ্য হল প্রকৃতি বিপর্য্য়েয়ের কারণে পৃথিবীর কান্না শোনার জন্য প্রার্থনা
সেপ্টেম্বর মাসে পোপ মহোদয়ের প্রার্থনার উদ্দেশ্য হলো প্রকৃতি বিপর্য্য়েয়ের কারণে পৃথিবীর কান্না শোনার জন্য প্রার্থনা করা।
এসো প্রার্থনা করি যেন আমরা প্রত্যেকে আমাদের হৃদয় দিয়ে শুনতে পাই পৃথিবীর আর্তনাদ এবং পরিবেশ ও জলবায়ূ সংকটে দুর্গতদের কান্না। যে-পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবীর যত্ন ও রক্ষার জন্যে আমরা প্রত্যেকে যেন ব্যক্তিগতভাবে অঙ্গীকারবদ্ধ হই এবং ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে পারি।
ইদানিং বাংলাদেশের ১১টি জেলা সম্পূ্র্ণভাবে বন্যায় কবলিত ছিল এবং তার ফলে কতো যে ধ্বংস ও ক্ষত হয়েছে তা এখন ভেসে উঠছে। সারটি দেশের মানুষ সেই দুর্ভোগ লক্ষ্য করেছে এবং কিছু কিছু মানুষ তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে।
পোপ মহোদয় প্রশ্ন করেছেন: “পরিবেশগত ধ্বংসের ফলে তোমরা কি লাখো লাখো মানুষের কান্না শুনছো? পোপ মহোদয়ের এই প্রশ্নটি করছেন যখন আমরা এ মাসে, প্রকৃতির প্রতি যত্ন ও ভালবাসার জন্য প্রার্থনা করছি। বর্তমান বিরূপ পরিবেশের কারণে যারা দরিদ্র তারাই বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ মাসে আমাদের কাছে আহ্বান আসছে শুধু প্রার্থনা করার জন্য নয়। সাথে সাথে ব্যক্তিগতভাবে পরিবেশ যত্ন ও সুরক্ষার জন্য যেন কোন একটি কাজ করি, পদক্ষেপ গ্রহণ করি, যেমন পরিস্কার পরিচ্ছন্ন রাখা, অপচয় বন্ধ করা, যত্রতত্র বর্জ্য না ফেলা, গাছ লাগানো, সকল প্রকার দূষণ (শব্দ, বায়ূ, মৃত্তিকা, নদী-খাল-বিল, রাস্তাঘাট, ইত্যাদি) থেকে প্রকৃতিকে মুক্ত রাখা। অন্ততঃ একটি কাজের জন্য আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করি।
পরিবেশের বিপর্য্য়েয়ের কারণে আক্রান্ত মানুষের আর্তনাদ শ্রবণ করি এবং প্রকৃতির যত্ন ও সরক্ষার জন্য প্রার্থনা করি। আমেন। - কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি