দিব্যস্থলী গ্রামে নবঅভিষিক্ত যাজক জের্ভাস মুরমু’র ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ

নিজগ্রামে নবঅভিষিক্ত ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করেন

গত ২২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত দিব্যস্থলী গ্রামে নবঅভিষিক্ত ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু তার নিজগ্রামে ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করেন।

খ্রিস্টযাগের পূর্বে নবঅভিষিক্ত যাজক অন্যান্য অতিথিদের সান্তালী দাশাই নৃত্য পা ধোঁয়ানোর মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

ধন্যবাদের খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন পরিচালক ফাদার উইলিয়াম মুরমু, মুন্ডুমালা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বার্ণাড টুডু সহ মোট জন যাজক, ১১ জন সিস্টার, ১৪ জন সেমিনারিয়ান এবং রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক . আরোক টপ্যসহ  ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৬০০জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

ফাদার উইলিয়াম মুরমু তার উপদেশ বাণীতে বলেন , “ফাদার জের্ভাস আমাদের জন্য গর্ব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ আমরা দিব্যস্থলী গ্রাম থেকে আরো একজন যাজক পেয়েছি প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য।

ফাদার জের্ভাস আজ থেকে সকল মানুষের আত্মার পরিত্রাণের জন্য কাজ করবে। তিনি আমাদের মধ্যে থেকেই উঠে এসেছেন তাই সেও দুর্বল কিন্তু আপনাদের প্রার্থনার গুণে সে শক্তিশালী হয়ে উঠবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব তাঁর জন্য প্রার্থনা করবেন যেন সে তার যাজকীয় জীবনে বিশস্ত থাকতে পারে।

নিজগ্রামে নবঅভিষিক্ত যাজক জের্ভাস মুরমু

নবঅভিষিক্ত যাজক জের্ভাস বলেন, “আমি আজকে প্রথমত পিতা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তার শত আশীর্বাদ অনুগ্রহের জন্য কারণ তিনি আমাকে তার দ্রাক্ষাক্ষেত্রে কাজ করতে আহ্বান করেছেন এবং প্রস্তুত করেছেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপকে ধন্যবাদ জানাই তার সহকর্মী হিসেবে আমাকে গ্রহণ করার জন্য।

এছাড়াও আমার গঠন জীবনে সহায়তাকারী আমার পিতা- মাতা, পরিচালক, আধ্যাত্মিক পরিচালক অন্যান্য শুভাকাঙ্ক্ষী সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই,” বলেন নবঅভিষিক্ত যাজক।

ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, “ফাদার জের্ভাস তোমাকে ঘিরে আজ পুরো মুন্ডুমালা তথা রাজশাহী ধর্মপ্রদেশ আনন্দিত। তোমাকে আজকের দিনে অনুরোধ করি যাজকীয় জীবনে প্রতিদিন নিজেকে আবিষ্কার করবে এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবে।

রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক . আরোক টপ্য বলেন, “আজকে এই গ্রামে নব ফাদারকে নিয়ে অনেক আনন্দ হচ্ছে কারণ সে আমাদের গর্ব। তবে আমাদের প্রত্যককে আরো সচেতন হতে হবে এবং নিজেদের সন্তানদের সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাবা- মা হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।

পরিশেষে মুন্ডুমালা ধর্মপল্লীর পালপুরোহিত সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। - ডানিয়েল লর্ড রোজারিও