পঞ্চাশত্তমী পর্ব উপলক্ষে লক্ষ্মীবাজার আরএনডিএম সিস্টারদের কনভেন্টে ভাটিকানস্থ রাষ্ট্রদূত কেভিন রান্ডালের আগমন
গত ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ, পঞ্চাশত্তমী পর্ব উপলক্ষে লক্ষ্মীবাজার আরএনডিএম সিস্টারদের কনভেন্টে ভাটিকানস্থ রাষ্ট্রদূত কেভিন এস. রান্ডালের আগমন।
এই পর্ব দিবস উপলক্ষে সিস্টারদের চ্যাপেলে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ভাটিকানস্থ রাষ্ট্রদূত কেভিন এস. রান্ডাল এবং তাঁর সাথে ছিলেন ফাদার নিখিল গমেজ, কো -অর্ডিনেটর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ।
পবিত্র খ্রিস্টযাগের পূর্বে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারর্স কনভেন্টে অবস্থানরত সিস্টারগণ এবং হোস্টেলের মেয়েরা রাষ্ট্রদূত কেভিন রান্ডালকে নাচ - গান ও ফুলের মধ্য দিয়ে শুভেচ্ছা জানান।
পবিত্র খ্রিস্টযাগে আর্চবিশপ কেভিন এস. রান্ডাল তাঁর উপদেশ বাণীতে বলেন, “আজ সমগ্র খ্রিষ্টমন্ডলীর জন্য একটি বিশেষ দিন। এই দিনে পবিত্র আত্না অগ্নি জিহ্বাকারে শিষ্যদের উপর নেমে এসেছিলো । সেই অগ্নি জিহ্বা ছিলো স্বয়ং পবিত্র আত্না। সেই আত্নায় প্রবুদ্ধ হয়ে শিষ্যগণ বিভিন্ন ভাষায় কথা বলেছিলেন। এই শক্তি তারা পেয়েছিলো যেন তারা বিভিন্ন জাতির কাছে ঈশ্বরের বাণী প্রচার করতে পারে।”
“আর এই ভাষা লব্দের জন্য ঈশ্বর তাদের দিয়েছেন প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান এবং বুঝার জন্য বিশ্বাস। তাই পবিত্র আত্নাকে চিনতে ও জানতে হলে আমাদের অন্তরে বিশ্বাস থাকতে হবে”, বলেন আর্চবিশপ কেভিন এস. রান্ডাল ।
উল্লেখ্য, পঞ্চাশত্তমী পর্বটি আরএনডিএম মিশনারী সিস্টারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে মন্ডলীর জন্মদিন হিসেবে পালন করা হয় সেই সাথে আরএনডিএম প্রতিষ্ঠাত্রী মাদার ইউফ্রেজী ১৮৬১ খ্রিষ্টাব্দে পবিএ আত্নার অনুপ্রেরণায় আরএনডিএম মিশনারী ধর্মসংঘটি প্রতিষ্ঠা করেন।
সেই থেকে আজ অবধি পযর্ন্ত বিশ্বের বিভিন্ন স্থানে সিস্টারগণ তাদের ধর্মসংঘের ক্যারিজম অনুসারে মন্ডলীতে পালকীয় সেবা দায়িত্ব পালন করে যাচ্ছে।
আরএনডিএম মিশনারী ধর্মসংঘের ক্যারিজম বা পবিত্র আত্মার বিশেষ দান হলো ঐশ-মিশনে অংশী হওয়া। আর তা করা হয় তিনটি বিশেষ উপায়ে ১। মৌনধ্যান, ২। সংঘবদ্ধ জীবন, ৩। প্রেরণ বা প্রৈরিতিক কাজের মধ্য দিয়ে।
খ্রিষ্টযাগের পরে আর্চবিশপ কেভিন এস. রান্ডাল সিস্টারদের সাথে সন্মিলিতভাবে সৈৗজন্য সাক্ষাৎ করেন এবং সিস্টারগণ তাদের প্রৈরিতিক কাজ সমন্ধে আলোচনা করেন। আলোচনা শেষে তিনি সকলকে বিশেষ আর্শীবাদ প্রদান করেন। - সিস্টার লাইলী রোজারিও আরএনডিএম