বাংলাদেশ আরএনডিএম ধর্মসংঘের সাত জন সিস্টারের জুবীলি উৎসব উদযাপন

গত ২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকার মোহাম্মদপুরে অবস্থানরত আরএনডিএম ধর্মসংঘের সাতজন ভগ্নির প্রার্থনাপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জুবিলী উৎসব পালন করা হয়।
জুবিলী পালনকারী সিস্টারগণ হলেন সিস্টার মেরী গ্রেট্রুড গমেজ প্লাটিনাম জুবীলি সিস্টার মেরী ইম্মাকুলেট, সিস্টার মেরী ইউজিনিয়া গমেজ, সিস্টার কার্মেল রিবেরু, সিস্টার শান্তি ডি’ রোজারিও, সিস্টার লুর্ডস মেরী রোজারিও এবং সিস্টার মেরী তেরেজা গমেজ, হীরক জয়ন্তী পালন করেন।
উক্ত এই জুবীলির খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ এবং সর্হোপিত করেন পবিত্র ক্রুশ ধর্মসংঘের প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও পিমে ধর্মসংঘের প্রদেশপাল ফাদার ফ্রান্সিসকো রাপাচাল্লে। সেই সাথে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ছয়জন ফাদার।
পবিত্র খ্রিস্টযাগে বিশপ তার উপদেশ বাণীতে বলেন “জুবীলি হলো ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন । কারন ব্রতীয় জীবনের এতগুলো দিন তিনি আপনাদের দিয়েছেন । জীবনের এই সুদীর্ঘ যাত্রায় বাধা বিঘ্নতায় ও সকল আনন্দের উৎসে ঈশ্বর তার ভালোবাসার পবিত্র হস্ত দ্বারা আপনাদের পরিচালিত করেছেন।”
“আপনাদের জীবনের সকল চ্যালেন্জগুলো হয়ত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সেগুলোকে জয় করেছেন বলেই আজ আনন্দ চিত্তে প্রভুর গৌরব করার মত একটি আর্শীবাদিত দিন দেখতে পেয়েছেন”, বলেন বিশপ সুব্রত।
খ্রিস্টযাগের শেষে সিস্টার ইউজিনিয়া তার অনুভূতি ব্যাক্ত করে বলেন ,“আজ আনন্দ চিত্তে ঈশ্বরের গুনগান করি কারণ ব্রতীয় জীবনের এত গুলো বছর তিনি আমাদের এই জুবীলি গ্রহণকারী বোনদের বাঁচিয়ে রেখেছেন।”
“মণ্ডলীকে ভালবাসি বলেই জীবনের এতটা সময় ব্রতীয় জীবনের মধ্যদিয়ে কাটাতে পেরেছি,” বলেন সিস্টার ইউজিনিয়া।
খ্রিস্টযাগ শেষে জুবীলি গ্রহণকারী সিস্টারদের উদ্দেশ্যে কার্ড আর্শীবাদ করেন বিশপ সুব্রত এবং সংঘপ্রদেশ পালিকা সিস্টার পূরবী পাস্কালিনা চিরান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরবর্তীতে জুবীলিপালনকারী সিস্টারদের কৃীর্তনগানের মধ্য দিয়ে আরএনডিএম রিনুয়্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং তাদের উদেশ্যে কেক কাটা হয় এবং শুভেচ্ছা জানানো হয়।
উক্ত এই খ্রিস্টযাগে আরএনডিএম সম্প্রদায়ের প্রায় ৯০ জন সিস্টার, ৭ জন ব্রাদার এবং জুবীলিগ্রহনকারী সিস্টারদের আত্নীয়- স্বজনসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন। - আরভিএ সংবাদ