ভূতাহারা শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীদের নির্জন ধ্যান

ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীগণ

গত ১ থেকে ৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের ভূতাহারা শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীদের এক সপ্তাহের নির্জন ধ্যান।

এ বছর নির্জন ধ্যানের মূলসুর ছিলো,  “যিশুর পায়ের কাছে বসি”। এই নির্জন ধ্যান পরিচালনা করেন শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী এর পাল-পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা। ধর্মপ্রদেশীয় যাজক হবার মানসে এ বছর ১০জন ভাই এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন।

এই নির্জন ধ্যানের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ, পবিত্র আরাধণা, ক্লাস, পবিত্র বাইবেল পাঠ, জপমালা প্রার্থনা, ক্রুশের পথ ও ধ্যান-প্রার্থনার মধ্যদিয়ে ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীরা নিজেদের প্রস্তুত করেন।

ডিকন প্রার্থী পিটার পালমা বলেন, “এই এক সপ্তাহ নির্জন ধ্যান সম্পন্ন করে আমি উপলব্দি করি যে, আমাদের সবারই যিশুর পায়ের কাছে বসা উচিত বিশেষ করে যাজক ও ব্রতধারীদের। যিশুর শিষ্য হিসেবে তারই দ্রক্ষাখেতে কাজ করতে গিয়ে একটু থামি। মার্থা নয় মারীয়ার মত যিশুর পায়ের কাছে বসি, তাঁর সাথে থাকি এবং তাঁর কথা শুনি। যিশুর বাণী শুনে আবিষ্কার করি আমাকে দিয়ে তিনি কি করাতে চান। জীবনের গভীরতা আবিষ্কার করতে যিশু গুরুর সান্নিধ্য একান্ত আবশ্যক।”

অংশগ্রহণকারী সেমিনারীয়ানগণ হলেন অমিত গমেজ (ঢাকা ধর্শপ্রদেশ), লুক বাড়ৈ ও সুবাস ফলিয়া, বার্নাবাস মন্ডল (বরিশাল ধর্মপ্রদেশে), সাগর তপ্ন, বিনেস তিগ্যা, মুকুট বিশ্বাস, ব্লেইস কস্তা, শেখর কস্তা ও ডেভিড পালমা (রাজশাহী ধর্মপ্রদেশ)।-পিটার ডেভিড পালমা