ফাদার দিলীপ এস.কস্তা’র রচিত ‘তুমি আছো আমি আছি’ বইয়ের মোড়ক উন্মোচন
গত ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে যাজকবর্গের অধিবেশনে ফাদার দিলীপ এস.কস্তা’র রচিত ‘তুমি আছো আমি আছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ফাদার পল গমেজ, পরিচালক, পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, মুন্সিনিয়র মার্সেলিউস তপ্ন, ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, ফাদার প্যাট্রিক গমেজ সহ রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদারগণ।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও বলেন, ‘তুমি আছো আমি আছি’ এ বইটির লেখক ফাদার দিলীপ এস.কস্তাকে আমাদের ধর্মপ্রদেশের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই একই সাথে সকলকে এই বইটি পড়ার জন্য আহ্বান করি।”
ফাদার দিলীপ বলেন, “আমার নিত্য দিনের অগোছালো কিছু চিন্তা-চেতনা ও কল্পনা লেখনিতে রূপ লাভ করে। আমার ধ্যান-জ্ঞান ও উপলব্ধির কিছু কথা, কিছু বাণী ও কিছু অনুভূতি খাতার পাতায় কলমের সহায়তায় কবিতা-অকবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়। দীর্ঘ চব্বিশ বছর পর সযত্নে রক্ষিত সেই খাতা হতে উদ্ধার করা হল এবারের পংক্তিমালা: তুমি আছো আমি আছি।”
“বেঁচে থাকার শুভ প্রত্যয়ে কবিতা হয়ে উঠুক শুদ্ধ-সুন্দর জীবন গড়ার অনুপ্রেরণা। কবিতার মাঝে বেঁচে থাকুক মানুষ, সমাজ ও সভ্যতা তথা বিশ্বপ্রকৃতি! বইটি পড়ার নিমন্ত্রণ জানাই সবাইকে”, বলেন ফাদার দিলীপ কস্তা।
ফাদারের প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হল: ১. জীবন ধ্যানে নিঃশব্দ পদাবলী (কাব্যগ্রন্থ, ২০০৯) ২. খুঁজি তারে নীরবে নিভৃতে (কাব্যগ্রন্থ, ২০১৫) ৩. বেঁচে আছি তাঁরই নিমগ্ন ধ্যানে (কাব্যগ্রন্থ, ২০১৬) ৪. আলোকিত জীবন সন্ধানে (প্রবন্ধ সংকলন, ২০০৮) ৫. যাজকত্ব: ঐশ নিমন্ত্রণে আত্মসমর্পণ (প্রবন্ধ সংকলন, ২০১০), ৬. বনলোকে বোণী মারীয়াবাদ ধর্মপল্লী (ইতিহাসগ্রন্থ, ২০১৯), ৭. 'বাংলাদেশে খ্রীষ্টমণ্ডলী পরিচিতি' (ইতিহাস গ্রন্থ, ২০২০), ৮. 'প্রণাম মারীয়া: দয়াময়ী মাতা' (গবেষণাগ্রন্থ, ২০২১), ৯. আমার ধর্মপল্লী আমার দায়িত্ব (প্রবন্ধ সংকলন, ২০২২), ১০. মিলন ধ্যানে জীবন উৎসব (প্রবন্ধ সংকলন, ২০২৩)।
‘তুমি আছো আমি আছি’ এই কবিতা বইটির মূল্য ২০০ টাকা এবং এই বইটি পাওয়া যাবে সাপ্তাহিক প্রতিবেশীর দোকানে এবং খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, রাজশাহী। - আরভিএ সংবাদ