আগামী বছরের বিশ্ব শান্তি বার্তার শিরোনাম হবে “আমাদের পাপ ক্ষমা করো এবং তোমার শান্তি দান করো”
ভাটিকান সিটি থেকে প্রচারিত এক বার্তায় বলা হয়েছে যে, ২০২৫ খ্রিস্টাব্দের নববর্ষের বিশ্ব শান্তি বার্তার শিরোনাম হবে “আমাদের পাপ ক্ষমা করো এবং তোমার শান্তি দান করো।”
খবরে বলা হয়েছে, আগামী বছর “আশার তীর্থ” মূলভাব নিয়ে যে খ্রিস্ট জুবিলী পালিত হবে তার পালকীয় কর্মকান্ড হবে আশা এবং ক্ষমার বাণী নিয়ে।
পোপ ফ্রান্সিস তাঁর “তোমার প্রশংসা হোক” এবং “সবাই ভাইবোন” প্রৈরিতিক পত্রের আলোকে এই শিরোনাম বেছে নিয়েছেন। এ ভাব বেছে নেওয়ার পিছনে পোপের যুক্তি, আমরা যেনো অন্যকে দোষী সাব্যস্ত না ক’রে পরিবর্তনের আহ্বান জানাই।
পোপ ফ্রান্সিস বলেন, “সত্যিকার পরিবর্তনের মধ্যদিয়ে, ব্যক্তিক, সামাজিক ও আন্তর্জাতিক শান্তি অর্জন সম্ভব।”
সমাজের বর্তমান বাস্তবতা ও সামাজিক পাপ যেগুলো মানবতাকে প্রভাবিত করছে, জুবিলী ঐতিহ্য, আশা এবং ক্ষমাদান বিশেষভাবে প্রয়োজন তা যেনো আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও সাংস্কৃতিক পরিবর্তন প্রতিষ্ঠিত হতে পারে। - ফাদার সুনীল দানিয়েল রোজারিও