সাভার সেন্ট যোসেফস চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল প্রবীণদের মিলনমেলা
গত ২৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, সাভার ধরেন্ডা সেন্ট যোসেফস চার্চ প্রাঙ্গণে ওয়াইএমসিএ’র আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রবীণদের মিলনমেলা।
এ প্রবীণদের মিলনমেলার মূলসুর ছিল, “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হলো প্রবীণদের আপন ঠিকানা”। এতে ধর্মপল্লীর প্রায় ৩০০ জন প্রবীণ নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার খ্রিষ্টফার অমল ক্রুজ, ফাদার মিন্টু পালমা, সাভার ওয়াইএমসিএ এর সভাপতি তপন টি. গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং বাংলাদেশ কাথলিক এডুকেশন বোর্ড এর সেক্রেটারী জ্যোতি গমেজসহ অন্যান্য অতিথিবর্গ।
জীবন সহভাগিতা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী প্রবীণদের মিলনমেলায় উঠে আসে ইতিহাস, ঐতিহ্যসহ নানা ধরণের গল্প ও অভিজ্ঞতা।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট নির্মল রোজারিও প্রবীণদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি আপনাদের শ্রদ্ধা জানাই কারণ অনেক কষ্ট করে, দিনের পর দিন কষ্ট করে আপনারা আমাদের গড়ে তুলেছেন এবং আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন।”
“আপনাদের অবদানে সাভার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা যে যেখানে যে পর্যায়েই থাকুন, সেখান থেকে আগামী প্রজন্মকে এবং ধর্মপল্লীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন”, বলেন রোজারিও।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বর্তমান সেক্রেটারি মাইকেল জন গমেজ উপস্থিত প্রবীণদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ঢাকা ক্রেডিটের অন্যতম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল ও আসন্ন বার্ষিক সাধারণ সভা সম্পর্কে অবহিত করেন।
“আমাদের ডিভাইন মার্সি হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। সেখানেই আগামী ২৯ নভেম্বর, ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আপনারা সেখানে যাবেন, নিজেদের টাকায় নির্মিত হাসপাতালটি দেখবেন। সেখানে আপনারা বিশ্বমানের সেবা অল্প খরচে পাবেন”, বলেন মাইকেল। - ডিসিনিউজ