পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে শিশু দিবস উদযাপন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে শিশু দিবস উদযাপন

বিগত ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, প্রতিবছরের মতো এ বছরও ২০২৫ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে শিশু দিবস মহাসমারোহে পালিত হল।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষিকা ভাস্বতি দিদিমণি। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের জন্য প্রার্থনা ও বাইবেল পাঠ। এরপর পন্ডিত জওহরলাল নেহেরুর ছবিতে মাল্যদান করেন ফাদার এন্টনি মন্ডল ও আরতী করেন স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রুমলা লাকড়া। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ডমিনিক সাভিও স্কুলের ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমের সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের "যেমন খুশি সাজো" প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শ্রেণী অনুসারে হয়। নার্সারি, L.K.G., U.K.G.-এর ছাত্র-ছাত্রীদের বিষয় ছিল ফল, ফুল, সব্জি ও কার্টুন চরিত্র। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিষয় ছিল মহান কোন ব্যক্তিত্ব বা স্বাধীনতা সংগ্রামী ও সমাজ বন্ধু। ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে বিভিন্ন সাজে সেজে স্কুলে উপস্থিত হয়।

অনুষ্ঠানের অন্তিম পর্বে ছিল পুরস্কার বিতরণীর পর্ব। এই পর্বে প্রতিটা শ্রেণি থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছে নিয়ে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রীদের সান্তনা পুরস্কারও প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন প্রতিযোগিতার বিচারক ফাদার অ্যান্টনি মন্ডল, সিস্টার প্রফুলিট ও প্রধান শিক্ষিকা রুমলা লাকড়া। এরপর ফাদার অ্যান্টনি মন্ডলের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।

প্রতিবেদনে - ভাস্বতী রাউজ ভঞ্জ