কলকাতা মহাধর্মপ্রদেশের হাওড়া হুগলি ডিনারির বি.ই .সি. ডে উদযাপিত হল

গত ১৬ নভেম্বর২০২৫, ব্যান্ডেল ব্যাসিলিকার  হাওড়া হুগলি ডিনারি,জুবিলি বর্ষের  বি. ই .সি. ডে উদযাপিত হল। ১০ টি পল্লীদল একত্রিত হয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিল। 

মহা ধুমধাম সহকারে বাইবেল  শোভাযাত্রা দিয়ে সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় মহা খ্রীষ্টযাগ। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন বি ই সি কমিশনের পরিচালক ফাদার ডমিনিক গোমেস। সহযোগিতা করেন  হাওড়া হুগলির ডিন ফাদার জন চ্যালিল

খ্রীষ্টযাগ শেষ হতেই বাইবেল  আরতি ও নিজেদের  মধ্যে সুসমাচারের বাণী আদান প্রদান, রিপোর্ট পেশ শেষ হতেই  প্রতিটি দল সুসমাচারের  আধারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন যা খুবই আকর্ষণীয় ছিল। 

সব শেষে মধ্যাহ্ন ভোজের  আয়োজনে পরস্পর  সম্মিলিত  হয় প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags