আগস্ট মাসে পোপ মহোদয়ের প্রার্থনার উদ্দেশ্য: রাজনীতিবিদদের জন্য প্রার্থনা
গত ১ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, পোপ ফ্রান্সিস বলেন আসুন আমরা রাজনীতিকদের জন্য প্রার্থনা করি: তারা যেন সমন্বিত মানব-উন্নয়ন ও গণমঙ্গলের জন্য কাজ করেন।
যারা চাকরি থেকে বঞ্চিত তারা যেন যত্ন লাভ করে। দীন-দুঃখীরা যেন অগ্রাধিকার লাভ করে আর এভাবে রাজনীতিবিদরা যেন তাদের আপন জনগণের সেবার্থে নিবেদিত থাকেন।
বাংলাদেশের সাম্প্রতিক কালে দুর্যোগপূর্ণ অবস্থায় পোপ মহোদয়ের দেওয়া প্রার্থনার উদ্দেশ্য যে কত সময়োপযোগী ও প্রয়োজনীয় তা বলার অপেক্ষা রাখে না।
রাজনীতিকদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের মঙ্গল করা এবং সমাজে গণমঙ্গল প্রতিষ্ঠা করা। গণমঙ্গল হচ্ছে সমাজে সেই সমস্ত সুযোগ-সুবিধা যা ব্যতিরেকে মানুষ তার আপন ব্যক্তিমর্যাদা ও অধিকার নিয়ে বাঁচতে পারে না যেমন, খাদ্য, বস্ত্র, আশ্রয়, কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক ন্যায্যতা, ইত্যাদি।
গণমঙ্গল প্রতিষ্ঠার কাজে রাজনীতিকরা নিবেদিত ও দায়বদ্ধ। কেবলমাত্র স্বার্থ সন্ধান করা এবং প্রয়োজনাতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ করা রাজনীতিকদের জন্য গর্হিত কাজ।
বাংলাদেশের বর্তমান সংকটে আমরা সকল রাজনীতিকদের জন্য প্রার্থনা করি যেন তারা গণমঙ্গলের চিন্তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের এই নাগরিক দায়িত্ব পালন করতে পারেন। তাদের জন্য আমাদের এই প্রার্থনা একান্ত প্রয়োজন। তাদের কল্যাণ আমরা কামনা করি। - কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি