সেন্ট যোসেফস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস

নবাই বটতলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস

গত ১১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দনবাই বটতলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মহাসমারোহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো অত্র বিদ্যালয়ে সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, শিক্ষকমণ্ডলী, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সভাপতি শিক্ষকমণ্ডলীকে তিলক-চন্দন ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার মধ্যে গান, নৃত্য, নাটিকা আবৃত্তি পরিবেশন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এস.সি. স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর যথাক্রমে শিক্ষার্থীদের পক্ষে থেকে এবং শিক্ষকমণ্ডলীর পক্ষে থেকে একজন শিক্ষক দিসবের তাৎপর্য অনুভূতি ব্যক্ত করেন।

সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন তাঁর বক্তব্যে বলেন,  “শিক্ষকরা হলেন আলোকবর্তিকা, যারা আমাদের অন্তরকে আলোকিত করেন এবং সকল অন্ধকার দূরীভূত করে আমাদের আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলেন।” 

তিনি উপস্থিত সকল শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রদান করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন তারা যেন সবর্দা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেন। স্কুলের বর্তমান শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের উপহার প্রদান করেন। - ফাদার লিংকন কস্তা