রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের নতুন অফিস উদ্বোধন

গত ১৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের একটি নিদিষ্ট আশ্রয়স্থল প্রদানের লক্ষ্যে কমিশনের একটি নতুন অফিস উদ্বোধন করা হয়।
ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও’র উপস্থিতিতে রাজশাহী কারিতাস অঞ্চলে যুব কমিশনের অফিসের ফিতা কাটার মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করে সবাই মিলে অফিসে প্রবেশ করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ ও সহকারী কো-অর্ডিনেটর ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ, যুব কমিশনের এনিমেটর-ভলেন্টিয়ার এবং কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসের কর্মকর্তাগণ ।
এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ফাদার প্রশান্ত আইন্দ তার শুভেচ্ছা বক্তব্যে সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে অফিস স্থানান্তর ও যুব কমিশনের নতুন অফিস কারিতাসে দেওয়ার জন্য বিশপ মহোদয় ও আঞ্চলিক পরিচালক মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিশপ জের্ভাস রোজারিও অফিসঘর আশির্বাদের এ পুণ্য মুহুর্তে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি খুশি যে আমি এই মুহুর্তের সাক্ষী হতে পেরেছি এবং আমার যুবাদের একটা আশ্রয়স্থল দিতে সক্ষম হয়েছি।”
“যুবারা এইখানে থেকে কারিতাস সম্পর্কে আরো জানবে; কারিতাসের বিভিন্ন কার্যক্রমে সেবাও দিতে পারবে এবং এ সেবার মনোভাব থেকে সেবাধর্মী জীবন গড়ার অনুপ্রেরণা পাবে”, বলেন বিশপ রোজারিও।
বিশপ আরো বলেন, “সত্যিকার আর্থে সেবা হলো নিঃস্বার্থ সেবা আর এইটাই আমাদের যুবারা কারিতাস থেকে শিখবে। আশা করছি এর ফলে তোমাদের যুব আহ্বান ও স্পিহা জাগ্রত হবে।”
রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, “যুবক যুবতীরা হচ্ছে মণ্ডলীর প্রাণ; যারা কিনা সারাটা বছর মণ্ডলীর সজিবতা বজায় রাখে। আর আমরা সত্যিই ভাগ্যবান যে বিশপ মহোদয় এই যুব শক্তির একটা অংশ আমাদের কারিতাসে দিয়েছেন।”

“তারা যেমন করে একটা আশ্রয় পেয়েছে ঠিক একইভাবে আমরাও তারুণ্যকে যত্ন করারও সরাসরি একটা সুযোগ পেয়েছি। আমরা সর্বদা যুব কমিশনের পাশে আছি এবং তাদের সাহায্যের জন্য আমরা সদা প্রস্তুত”, বলেন টপ্য।
ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল গমেজ বলেন, “আজকে আমাদের জন্য একটি অতি আনন্দের দিন এই কারণে যে সমন্বিত উন্নয়নের কারিতাসের সাথে আমরা যোগ দিলাম। আগেও কারিতাসে যুব কমিশনের অফিস ছিল যা বিভিন্ন কারণবসত বন্ধ হয়ে গিয়েছিল তাই বলা যায় আজ ঘরের ছেলে ঘরে ফিরেছে।”
“কারিতাসের সাথে একই পরিবারে থেকে আশা করি আমাদের যুবারা অনুপ্রাণিত হবে বিশেষ করে গঠন, শিক্ষা ও সেবা কাজে আর আমরা একসাথে পথ চলতে পারবো”, বলেন ফাদার গমেজ।
এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিলো প্রার্থনা ও আর্শিবাদ অনুষ্ঠান, পবিত্র বাইবেল থেকে পাঠ, ভক্তিমূলক নৃত্য, ফিতা কেটে নতুন অফিসে প্রবেশ এবং পবিত্র জল সিঞ্চন। - বেনেডিক্ট তুষার বিশ্বাস।