রাজশাহী ক্যাথলিক টিচার্স টিমের এর আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষক-শিক্ষিকাদের নির্জনধ্যান

রাজশাহী ক্যাথলিক টিচার্স টিমের এর আয়োজনে অনুষ্ঠিত হলো শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অর্ধদিবসব্যাপী নির্জনধ্যান

গত ১৬ মে ২০২৫ খ্রিস্টাব্দরাজশাহী ক্যাথলিক টিচার্স টিমের এর আয়োজনে অনুষ্ঠিত হলো শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মুক্তিদাতা হাই স্কুলে অর্ধদিবসব্যাপী নির্জনধ্যান।

এই সেমিনারের মূলসুর ছিল “খ্রিস্ট জয়ন্তী: আমরা হলাম আশার তীর্থযাত্রী”। এতে রাজশাহী শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত  প্রায় ২৫জন ক্যাথলিক শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহন করেন। 

মূলসুরের উপর শিক্ষক-শিক্ষিকাদের আলোকপাত করেন ফাদার সাগর কোড়াইয়া, পরিচালনা, খ্রিষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র। তিনি তার সহভাগিতায় বলেন, “খ্রিস্ট জয়ন্তী: জুবিলী বর্ষে পুন্যপিতা পোপ ফ্রান্সিস সাধু পিতরের ব্যাসিলিকার দরজা খোলার মধ্য দিয়ে এই বর্ষটি উদ্বোধন করেন আর বলেন যে, “আমরা হলাম আশার তীর্থযাত্রী”।

আশার তীর্থযাত্রী হয়ে খ্রিস্টভক্তগণ তীর্থযাত্রা ও ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের আত্মশুদ্ধি করে তুলবে। “আশা আমাদের ছলনা করে না” কারণ এই আশা ঈশ্বরের ভালোবাসার নিশ্চয়তা দান করে (রোমীয় ৫:৫)। এই পুণ্যবর্ষ অনেকের আশা নবায়ন করার সুযোগ দান করবে এবং জুবিলী বিশ্বের মানুষের কাছে মঙ্গল বাণী ঘোষণা করার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তাই এই জুবিলী বর্ষে আমরা যে আশাহত না হই,” বলেন ফাদার কোড়াইয়া।

নির্জনধ্যানে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষিকাগণ

ফাদার আরো বলেন, “তীর্থ আমাদের মনে সবসময়ই আশা জাগ্রত করে। বর্তমান পরিবেশ-পরিস্থিতি অনেক ক্ষেত্রেই নেতিবাচক ধারনা দেয়, কিন্তু একমাত্র আশা পারে সকল অবস্থার রূপান্তর ঘটাতে। জুবিলী সবসময় আধ্যাত্নিক, মান্ডলিক ও সামাজিক তাৎপর্য বহন করে। জুবিলী আমাদের মনপরিবর্তন করতে আহ্বান করে।”

শিক্ষিকা সবিতা মারান্ডী বলেন, “আজকের এই নির্জনধ্যানে অংশগ্রহন করে আমি আধ্যাত্নিক ভাবে অনেক শক্তি লাভ করেছি তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগদানের জন্য। আমি আশা করি, টির্চাস টিমের শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেন আরো সক্রিয় ও প্রাণবন্ত ভাবে টিচার্স টিমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।”

এই অর্ধদিবসব্যাপী নির্জনধ্যানের মধ্যে ছিল প্রার্থনা অনুষ্ঠান, সহভাগিতা, ক্রুশের পথ এবং পবিএ খ্রীষ্টযাগ উৎসর্গ।

পরিশেষে মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি, সকল অংশ গ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ নির্জনধ্যান পরিচালককে রাজশাহী ক্যাথলিক টিচার্স টিমের এর পক্ষে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।- ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি