মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হল আন্তঃ স্কুল বিজ্ঞান এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, যুব ও শিক্ষক গঠণ কর্মসূচি কারিতাস রাজশাহী অঞ্চল এবং রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের আয়োজনে মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল বিজ্ঞান এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অতি আনন্দ-উল্লাস সহকারে আন্তঃ স্কুল বিজ্ঞান, কৃষি, ভূগোল ও শিল্প-সংস্কৃতি মেলা এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপি মুক্তিদাতা হাই স্কুলে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে মুক্তিদাতা পরিবার এবং অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে দিনটি অতিবাহিত করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডী এবং অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি, প্রধান শিক্ষক, মুক্তিদাতা হাই স্কুল।
রাজশাহী ধর্মপ্রদেশে অন্তর্গত মধ্য ভিকারিয়া থেকে আগত মোট ছয়টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিজ্ঞান, ভূগোল ও কৃষি এবং শিল্প-সংস্কৃতি বিষয়ে স্কুল গুলো থেকে আগত শিক্ষার্থীবৃন্দ প্রকল্প পদর্শন ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে অংশ গ্রহনের মাধ্যমে তাদের প্রতিভা ফুটিয়ে তুলে।
বিশেষ করে একক অভিনয়, ধারাবাহিক গল্প বলা, দেশাত্ববোধক গান, দলিয় নৃত্য ও আবৃত্তির বিষয় গুলো চমৎকার ভাবে উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও বলেন, “কেবল মাত্র বইযের জ্ঞানই মানুষকে জ্ঞানী করে না, সাংস্কৃতিক চর্চা বা বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সংস্কৃতমনা ও বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে, এবং বিজ্ঞান মনষ্ক হলে তাদের মধ্য থেকে কুসংস্কার বা অন্ধবিশ্বাসও থাকবে না। সাংস্কৃতিক চর্চা আমাদের মনকে উদার করে।”
এছাড়াও বিশেষ অতিথি, সভাপতি ও আহ্বায়ক তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিজ্ঞান চর্চার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করার জন্য শিক্ষার্থীদের উৎসাহীত করেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের নৃত্যের মাধ্যমে বরণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত করা হয়। অতপর যথারীতি আসন গ্রহন, উদ্বোধনী নৃত্য, অতিথিদের ফুল, ব্যাজ ও উত্তোরিয় প্রদান, স্টল পরিদর্শন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়। - ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি