লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ গির্জায় অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে সুহৃদ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে পুরান ঢাকার লক্ষ্মীবাজার ধর্মপল্লী পবিত্র ক্রুশ গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সুহৃদ সংঘের আয়োজিত চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা।

নতুন প্রজন্মের শিশু-কিশোরবৃন্দ যেন তাদের হৃদয়ে ২১-এর সেই চেতনাকে ধারণ করতে পারে এবং তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়, সেই মর্মে আয়োজিত "২১ হোক আমাদের প্রেরণা" শীর্ষক এই চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা।

দিনের শুরুতেই ছিল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন, ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সুহৃদ সংঘের থিম সং "আমরা সুহৃদ" এর মধ্য দিয়েই দিনটি উদযাপন করা হয়।

শিশু-কিশোর-যুবা সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের আঁকা ছবিগুলোতে ফুটে ওঠে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দেশপ্রেমের চিত্র।

এছাড়াও আরো ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা আবেগ দক্ষতার সঙ্গে কবিতা আবৃত্তি করে, যা দর্শকদের মুগ্ধ করে।

নতুন প্রজন্মের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যুবাদের তেজী কন্ঠে ধ্বনিত হয় 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' 'শিল্পী সংগ্রামী পল রবসন্'  'আমি বাংলায় গান গাই' সহ আরও অনেক দেশাত্মবোধক গান গণসঙ্গীত, পরিবেশিত হয় নৃত্য, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। 

সর্বশেষে, প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং বিভিন্ন পুরাতন নতুন লেখকগণের বই পুরস্কাররুপে বিতরণ করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় অদম্য উৎসাহ বিজয়ীদের মুখে ফুটে ওঠে  আনন্দের উচ্ছ্বাস।

প্রতিবছর ২১ শের এই আয়োজন ভাষা শহীদদের স্মরণের পাশাপাশি শিশুদের চিন্তাভাবনা, মনের ভাব প্রকাশ সুকুমারবৃত্তি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

লক্ষ্মীবাজার ধর্মপল্লীর সুহৃদ সংঘ ভবিষ্যতেও এরুপ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবধ্য। - রেজিন্যাল্ড আর্থার রোজারিও, সাংস্কৃতিক সম্পাদক, সুহৃদ সংঘ।