সংবাদ লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ গির্জায় অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিশু-কিশোরবৃন্দ যেন তাদের হৃদয়ে ২১-এর সেই চেতনাকে ধারণ করতে পারে এবং তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়, সেই মর্মে আয়োজিত "২১ হোক আমাদের প্রেরণা" শীর্ষক এই চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।
ফাদার এন. টি. স্কারিয়া ভূষিত হলেন কারাগার সংস্কারে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে