মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় কর্মশালা

খ্রিস্টভক্তদের নিয়ে মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় কর্মশালা

গত ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, খ্রিস্টভক্তদের নিয়ে মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লীর পালকীয় কর্মশালা।

অনুষ্ঠিত এই পালকীয় কর্মশালায় উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, ফাদার পিউস গমেজ,  সিস্টার,  পালকীয় পরিষদের সদস্য-সদস্যা ও গ্রাম থেকে আগত প্রতিনিধিসহ ১৬০জন।

ডিকন জের্ভাস গাব্রিয়েল মুরমু’র প্রার্থনা, পবিত্র আত্মার গান ও প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্যে ফাদার বার্ণার্ড রোজারিও বলেন, “আমরা যেন নিজেদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের অংশগ্রহণে বা পরিচালনায় সুষ্ঠুভাবে সমাজ ও পরিবার গুলো পরিচালনা করতে পারি।”

বিশপের পালকীয় পত্রের আলোকে সহভাগিতা করেন ফাদার দিলীপ এস. কস্তা। তিনি বলেন, “আমরা হলাম এই পৃথিবীতে অভিযাত্রী। আমরা অল্প কিছুদিনের জন্য এই পৃথিবীতে বিচরণ করব। আমাদেরকে সবার নিকট প্রদীপ বা বাতি হয়ে উঠতে হয়; যাতে সবার জীবনে আলো বিতরণ করতে পারি।”

ফাদার আরও বলেন, “আমাদের একসাথে যাত্রা করতে হয়। শুধু একা নয় সমবেতভাবে, একস্বরে, একমনে ও একই উদ্দেশ্যে।”

কর্মশালায় অংশগ্রহণকারী আগষ্টিন রোজারিও বলেন, “আমরা যিশু খ্রিস্টের জন্মজয়ন্তী বর্ষে আছি। এছাড়াও ধর্মপ্রদেশের পালকীয় কর্মশালাকে কেন্দ্র করে বিশপ মহোদয় যে পালকীয় পত্র দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পত্রে প্রদত্ত শিক্ষাগুলো আমাদের পরিবার, সমাজ ও মণ্ডলীকে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে,” বলেন অংশগ্রহণকারী রোজারিও। - ডিকন জের্ভাস মুরমু