নারীরা এখন পুরুষের পাশাপাশি সামনের সারিতে চলে আসছে। কিন্তু পুরুষের মতো সম-সুযোগ থেকে এখনো পিছিয়ে রয়েছে। তাই আমাদের সকলের উচিত নারী-পুরুষ অসমতা পরিবর্তন করে সম-মর্যাদা নিয়ে এক সাথে এগিয়ে যাওয়া। তখনই দেশ ও সমাজ আরো বেশি উন্নত ও সুন্দর হবে।
আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তি পরিচয়ে বড় হই। প্রথমত, আমি একজন মানুষ, তারপর আমি কারও মেয়ে, কারও স্ত্রী, কারও মা। কিন্তু আমি একজন স্বতন্ত্র মানুষ। এই স্বতন্ত্র মানুষ হিসেবেই আমি বড় হই এবং পরিবার ও সমাজের জন্য কাজ করি।
ক্রুশের মধ্যদিয়ে আমার আপনার মুক্তি, ক্রুশকে আমি আপনি যখন ধারণ করি তখন ঈশ্বর ও আমার প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক তৈরী হয়। তা না হলে আমরা প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে পারবো না।