কলকাতার সাধু আন্তনি গির্জায় ভেলেঙ্কানি নবাহের পতাকা উত্তোলন

গত ২৯ আগস্ট ২০২৫,সন্ধ্যায় কলকাতার  সাধু আন্তনির গির্জায় ভেলেঙ্কানি মায়ের মহা পার্বন  উপলক্ষে বিশেষ  নবাহ  প্রার্থনার পতাকা উত্তোলন  অনুষ্ঠান করা হয়।উত্তোলিত পতাকা ধর্মপল্লীবাসীদের কাছে নবাহ  প্রার্থনার সূচনার ঘোষণা দেয়।

কলকাতা আর্চডাওসিসের  চ্যান্সেলর  ফাদার  ডমিনিক গোমেস , সেন্ট  যোসেফ চ্যাপেলের  সামনে পবিত্র  পতাকা উত্তোলনের পৌরহিত্য করেন। সঙ্গে ছিলেন  পাল পুরোহিত।

দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই পবিত্র  অনুষ্ঠানে যোগদান করেন। আওয়ার লেডি অফ  ভেলেঙ্কানি মায়ের  বিশেষ  অনুগ্রহ ও  কৃপা লাভের জন্য নয়দিন  ব্যাপী  নবাহ প্রার্থনায় অংশগ্রহণ করে থাকে।

এরপর সারিবদ্ধ  ভাবে  সকলে গির্জার ভিতরে প্রবেশ করেন ও খ্রীষ্টযাগ  শুরু  হয়।উপদেশে ফাদার  ডমিনিক আরাধ্য ভেলেঙ্কানি মায়ের আশ্চর্য  কাজ, ক্ষমতা,গুণাবলী খুব সুন্দর করে ব্যাখ্যা করেন।

জুবিলি বছরে খ্রীষ্টবিশ্বাস বাড়ানোর জন্য  আমাদের ভেলেঙ্কানি মা মারিয়ার কৃপা লাভের প্রয়োজন। তাই  বিশ্বাস   আশা ও গভীর  ভক্তি নিয়ে নবাহ প্রার্থনা স্বপরিবারে যোগদান করি।শেষে পবিত্র হৃদয়ে মহা পার্বন পালন  করতে পারি। প্রতিবেদন – চন্দনা রোজারিও।